Rafael Nadal: উৎকণ্ঠার প্রহর পেরিয়ে বাবা হলেন নাদাল, শুভেচ্ছায় ভাসছেন টেনিস তারকা
৩৬ বছর বয়সে প্রথমবার বাবা হলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। তাঁর স্ত্রী মারিয়া ফ্রান্সিসকা পেরেলো পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

মাদ্রিদ: সন্তানসম্ভবা স্ত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। যা নিয়ে প্রবল উদ্বেগে থাকতেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল (Rafael Nadal)। অবশেষে উৎকণ্ঠার প্রহর পেরিয়ে মুখে হাসি ফুটল রাফার। তাঁর স্ত্রী মারিয়া ফ্রান্সিসকা পেরেলো (Maria Francisca Perello) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মায়োরকার আইল্যান্ডের একটি ক্লিনিকে জন্ম হয়েছে নাদালের সন্তানের (Nadal’s Baby Boy)। সেখানেই তাঁর বসবাস করেন। সবকিছু ভালোভাবেই হয়েছে। মা ও সন্তান দু’জনই সুস্থ। বাবা হওয়ার খবর রাফা নিজমুখে না জানালেও স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে এ খবর জানা গিয়েছে। খবর ছড়াতেই শুভেচ্ছায় ভেসে যান রাফা। নোভাক জকোভিচ, রিয়াল মাদ্রিদ ক্লাবের তরফে ২২টি গ্র্যান্ড স্লামজয়ীকে শুভেচ্ছা জানানো হয়েছে। সুখবরে টেনিস বিশ্বও আপ্লুত।
দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৯ সালে ঘরোয়াভাবে চারহাত এক হয় নাদাল-পেরেলোর। স্ত্রী যে সন্তানসম্ভবা তা প্রকাশ্যে আনতে চাননি নাদাল। চলতি বছরের জুন মাসে সুখবর জানান তিনি। মাস দুয়েক পর শোনা যায় মারিয়া পেরেলোর প্রেগন্যান্সিতে জটিলতা রয়েছে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন পেরেলো। নাদাল নিজেও চোট আঘাতের সমস্যায় ভুগছেন। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছিল না। তবে যার শেষ ভালো, তার সব ভালো। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে উদ্বেগ কাটিয়ে অবশেষে সুস্থভাবেই সন্তানের জন্ম দিয়েছেন নাদালের স্ত্রী।
রজার ফেডেরার চার চারটি সন্তানের বাবা। নোভাক জকোভিচের পরিবারেও বহুদিন আগে সন্তান এসেছে। দুটি সন্তানের বাবা তিনি। বিগ থ্রি-র মধ্যে বাবা হওয়ার অপেক্ষায় ছিলেন রাফায়েল নাদাল। কোর্টে চিরপ্রতিদ্বন্দ্বী এবং বন্ধুকে প্রথমবার বাবা হওয়ার শুভেচ্ছা জানিয়ে নোভাক জকোভিচ বলেন, “শুভেচ্ছা। এই খবরটা সত্যিই সুন্দর। নাদালের স্ত্রী ও সন্তানের সুস্বাস্থ্য এবং খুশি কামনা করি। বাবা হিসেবে আমি ওকে কোনও পরামর্শ দিতে চাইব না। ওর পরিবার অনেক বড়। আমি নিশ্চিত ও নিজে নিজেই সব শিখে যাবে।” অ্যাস্তানা ওপেনের ফাইনালে ওঠার পর সংবাদমাধ্যম মারফত নাদালের বাবা হওয়ার খবর জানতে পারেন জকোভিচ।
