Rafael Nadal: অস্ট্রেলিয়ান ওপেনে নাও খেলতে পারেন নাদাল
গত মরসুমটা কার্যত কোর্টেই নামতে পারেননি নাদাল। তাঁর মতো আর এক তারকা রজার ফেডেরারও চোটের কারণে কোর্ট থেকে ছিটকে গিয়েছেন। এই দুই তারকার অনুপস্থিতিতে নোভাক জকোভিচ ক্রমশ নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলেছেন। নাদাল-ফেডেরারের ২০টা গ্র্যান্ড স্লাম জেতার বন্ধনীতে ঢুকে পড়েছেন জোকারও। এই মরসুমে তা ভেঙেও দিতে পারেন।
আবু ধাবি: চোট সারিয়ে আবার কোর্টে ফিরেছেন তিনি। তবু রাফায়েল নাদালকে (Rafael Nadal) ঘিরে থাকছে আশঙ্কা। আগামী মাসে অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) নাও খেলতে পারেন স্প্যানিশ তারকা। আবু ধাবিতে একটি টেনিস টুর্নামেন্টে অংশ নিয়েছেন। অ্যান্ডি মারে (Andy Murray) ও ডেনিস শাপোভালভের (Denis Shapovalov) বিরুদ্ধে লড়াই করলেও জিততে পারেননি।
৩৫ বছরের টেনিস তারকা নাদাল বলেছেন, ‘গত ছ’মাস আমি কোনও প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলিনি। পরিস্থিতি যে আমার পক্ষে কঠিন, তা খুব ভালো করে জানি। আর তা মেনে নিতে হচ্ছে। কোনও সিদ্ধান্তে আসার আগে আমাকে আমার টিমের সঙ্গে কথা বলতে হবে।’
গত মরসুমটা কার্যত কোর্টেই নামতে পারেননি নাদাল। তাঁর মতো আর এক তারকা রজার ফেডেরারও চোটের কারণে কোর্ট থেকে ছিটকে গিয়েছেন। এই দুই তারকার অনুপস্থিতিতে নোভাক জকোভিচ ক্রমশ নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলেছেন। নাদাল-ফেডেরারের ২০টা গ্র্যান্ড স্লাম জেতার বন্ধনীতে ঢুকে পড়েছেন জোকারও। এই মরসুমে তা ভেঙেও দিতে পারেন।
নাদাল বলছেন, ‘অনেক দিন পর দুটো ম্যাচ খেললাম। তাতে আমি জেতার মতো জায়গাতেও পৌঁছতে পেরেছিলাম। সে দিক থেকে বিচার করা হলে বলব, এটা খুব পজিটিভ দিক। কিন্তু এটা ভুললে চললে না যে, নিজেকে আবার ফিরে পেতে হলে আমাকে আরও তৈরি হতে হবে। সেটা না হওয়া পর্যন্ত আমি মূলস্রোতে ফিরছি, তা বলা কিন্তু কঠিন।’
নাদাল তাঁর কেরিয়ার কম সাফল্য পাননি। টেনিসে তাঁকে এই প্রজন্মের অন্যতম সেরা তারকা ধরা হয়। ৩৫ বছরের নাদাল চোটের কারণেই কি তাঁর কেরিয়ার শেষ করে ফেলতে পারেন? এমন আশঙ্কার কথা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নাদাল অবশ্য বলছেন, ‘আমি শুধু বিনোদন আর অর্থের জন্য খেলি না। আমি খেলি, একটা নির্দিষ্ট লক্ষ্য যা আমি ঠিক করেছি, তা ছোঁয়ারর জন্য। অন্তত নিজের লক্ষ্য ছোঁয়ার তাগিদটা দেখতে চাই। মোটিভেশন আর প্যাশন হল সব কিছু। সেটা থাকলে শেষ পর্যন্ত চেষ্টা করা যায়।’
আরও পড়ুন: BWF World Championships Final: নিজেরই ভুলে ডুবলেন শ্রীকান্ত