Davis Cup: ‘ঘাসের কোর্টের সুবিধে পাবে রাম-ইউকি,’ বলছেন বিজয় অমৃতরাজ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 03, 2022 | 10:53 PM

ডেভিস কাপ শুরু হওয়ার আগে ভারতের কিংবদন্তি টেনিস তারকা বিজয় অমৃতরাজ (Vijay Amritraj) সমর্থন করছেন দুই ভারতীয় টেনিস প্লেয়ারকে।

Davis Cup: ঘাসের কোর্টের সুবিধে পাবে রাম-ইউকি, বলছেন বিজয় অমৃতরাজ
Davis Cup: 'ঘাসের কোর্টের সুবিধে পাবে রাম-ইউকি,' বলছেন বিজয় অমৃতরাজ (ছবি-টুইটার)

Follow Us

নয়াদিল্লি: দিল্লির জিমখানা স্টেডিয়ামে কাল থেকে ডেভিস কাপের (Davis Cup) ওয়াল্ড গ্রুপ কোয়ালিফায়ারে ভারত মুখোমুখি হবে ডেনমার্কের। দুইদিন ধরে ভারতীয় টেনিস তারকারা খেলবেন ডেনমার্কের বিরুদ্ধে। তার আগে ভারতের কিংবদন্তি টেনিস তারকা বিজয় অমৃতরাজ (Vijay Amritraj) সমর্থন করছেন দুই ভারতীয় টেনিস প্লেয়ারকে। রামকুমার রামানাথন (Ramkumar Ramanathan) ও ইউকি ভামব্রি (Yuki Bhambri)। তাঁরা ঘাসের কোর্টে ভালো পারফর্ম করেন। সেকথা উল্লেখ করে, অমৃতরাজ জানান, এর ফলে ভারতের কাছে অ্যাডভান্টেজ রয়েছে বলে মনে করছেন তিনি।

দুইবার ডেভিস কাপের ফাইনালে ওঠা অমৃতরাজ বলেন, “প্রথমত, আমি এখানে দিল্লির জিমখানা ক্লাবে ফিরে আসতে পেরে সত্যিই উত্তেজিত, এবং এখানে খেলার স্মৃতিগুলোকে নতুন করে তুলে ধরা আমার জন্য খুবই বিশেষ। অবশ্যই আমি কিছু দুর্দান্ত ম্যাচ এখানে খেলেছি এবং এই বন্ধনটার সম্পর্কে কথা বলতে গেলে মনে হয় এর সঙ্গে বাড়ির একটা বন্ধন জড়িয়ে। রাম এবং ইউকি ঘাসে ভালো খেলে। এবং সেটা দেখতে বেশ মজার হতে চলেছে। তাই আমি মনে করি ঘাস থেকে আমাদের সুবিধা থাকা উচিত।”

রামকুমার রামানাথন এই ডেভিস কাপ টাইয়ের প্রথম সিঙ্গলসে ক্রিশ্চিয়ান সিগসগার্ডের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলস এটিপি র‍্যাঙ্কিংয়ে রামকুমার ১৭০ র‌্যাঙ্কিংয়ে এবং ক্রিশ্চিয়ান সিগসগার্ড ৮২৪ নম্বরে থাকায় ভারতীয়রা ফেভারিট হিসেবে শুরু করবে।

অমৃতরাজ বলেন, “প্রথম দিনের জন্য পয়েন্ট ভাগাভাগি হলে এটা একটু বেশি উত্তেজনাপূর্ণ হবে। প্রথম দিনের ম্যাচগুলোতে একটা বড় পার্থক্য তৈরি করে তারা যদি এগিয়ে যেতে সক্ষম হয় এবং প্রথম দিনে ২-০ তে লিড পেতে পারে তবে অবশ্যই ডেনমার্কের জন্য কঠিন হবে। উল্টোটা হলে সেটাও সত্যি হবে। উদ্বোধনী ম্যাচে আমি মনে করি রামের একটি স্পষ্ট প্রান্ত থাকা উচিত তাই রাম যদি প্রথম ম্যাচে জিততে পারে এবং ইউকি ১-০ তে এগিয়ে যায় তবে এটি একটি বড় পার্থক্য তৈরি করবে।”

উল্লেখ্য, ডেভিস কাপের ইতিহাসে ভারত তিনবার ফাইনালে খেলেছে। ১৯৬৬, ১৯৭৪ এবং ১৯৮৭ সালে ভারতীয় দল ফাইনালে পৌঁছলেও তিন বারেই তাদের রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

Next Article