Roger Federer Retires: ‘অভ্যাস কখনও অবসর নেয় না’, ফেডেরারকে ধন্যবাদ ক্রীড়াবিশ্বের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 16, 2022 | 1:02 PM

রাফা নাদাল থেকে কার্লোস আলকারাজ, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, মিতালি রাজরা কিংবদন্তির অবসরের খবরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

Roger Federer Retires: অভ্যাস কখনও অবসর নেয় না, ফেডেরারকে ধন্যবাদ ক্রীড়াবিশ্বের
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: ব়্যাকেট তুলে রেখেছেন টেনিসের রাজা। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রীড়া বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে রজার ফেডেরারের (Roger federer) দু পাতার বিদায়ী চিঠি। খুব যত্ন করে তিনি লিখেছেন এবং তা পড়েও শুনিয়েছেন। টুইটার ভাসছে প্রতিক্রিয়ায়। কেউ অভিনন্দন জানিয়েছেন, কারও মন ভারাক্রান্ত। রাফা নাদাল থেকে কার্লোস আলকারাজ, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, মিতালি রাজরা কিংবদন্তির অবসরের খবরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

সেরেনা উইলিয়ামস: আমি এই কথাটা বলার নিখুঁত উপায় খুঁজে বের করতে চাইছিলাম কারণ তুমি এই খেলাটিকে এত সুন্দরভাবে বিদায় জানিয়েছ, ঠিক তোমার কেরিয়ারের মতোই। অবসরের দুনিয়ায় তোমাকে স্বাগত।

মার্টিনা নাভ্রাতিলোভা: কী একটি হৃদয়গ্রাহী বার্তা, ভালোবাসা, জীবন, আশা, আবেগ এবং কৃতজ্ঞতায় পূর্ণ। ঠিক যেভাবে রজারকে আমরা খেলতে দেখতে ভালোবাসি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এই ম্যাজিক ছড়ানোর জন্য।

বিলি জিন কিং: রজার ফেডেরার একজন চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন। তাঁর প্রজন্মের সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড়। কোর্টে অদ্ভুত দ্রুততা এবং শক্তিশালী টেনিসে মন দিয়ে সারা বিশ্বের ক্রীড়া অনুরাগীদের মন জয় করেছে৷ তাঁর এই ঐতিহাসিক কেরিয়ার স্মৃতির সঙ্গে বেঁচে থাকবে।

সচিন তেন্ডুলকর: কী দারুণ এক কেরিয়ার। তোমার টেনিস ব্র্যান্ডে আমরা মুগ্ধ। ধীরে ধীরে তোমার খেলা দেখা অভ্যাসে পরিণত হয়েছিল। অভ্যাস কখনও অবসর নেয় না। সেটা আমাদের সঙ্গেই থেকে যায়। দারুণ সব স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ।

বিরাট কোহলি: দ্যা গ্রেটেস্ট অব অল টাইম। কিং রজার।

মিতালি রাজ: GOAT খেতাব তোমাকেই মানায়। স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ চ্যাম্পিয়ন