
টেনিস কোর্টে জিতলে উচ্ছ্বাস, হারলে রাগ বা ক্ষোভের বহিঃপ্রকাশ করতে দেখা গিয়েছে বহু প্লেয়ারকে। সকলের থেকে আলাদা রজার ফেডেরার (Roger Federer)। হার হোক বা জিত, কোর্টে রজারের মতো অমলিন হাসি আর কটা প্লেয়ারের মুখে দেখা গিয়েছে? রজার সত্যিকার অর্থেই রাজা। বিশ্বে সর্বকালের অন্যতম সেরা টেনিস প্লেয়ার সুইস তারকা। কোর্টে যখনই তিনি রাফা কিংবা জোকারের মুখোমুখি হয়েছেন দারুণ ম্যাচের সাক্ষী থেকেছে টেনিসপ্রেমীরা।

১৯৯৮ সালে পেশাদার টেনিস দুনিয়ায় পা রাখেন ফেডেরারের। এর ঠিক তিন বছর পর রাফায়েল নাদাল পেশাদার টেনিস দুনিয়ায় প্রবেশ করেন। তারও ঠিক দু’বছর পর নোভাক জোকোভিচ পা রেখেছিলেন পেশাদার টেনিসে। পুরুষদের টেনিসে এই ত্রয়ীই 'বিগ থ্রি' নামে সকলের কাছে পরিচিত।

টেনিস বিশ্বের দুই কিংবদন্তি রজার ফেডেরার এবং রাফায়েল নাদাল (Rafael Nadal) মোট ৪০ বার মুখোমুখি হয়েছেন। হেড টু হেডে নজর দিলে দেখা যায়, যার মধ্যে ২৪টি ম্যাচে জিতেছেন রাফা। ১৬টি ম্যাচে জিতেছেন ফেডেরার। নাদালের বিরুদ্ধে ২০০৪ সালের এটিপি মাস্টার্স ১০০০ মিয়ামিতে প্রথম ম্যাচে খেলেছিলেন ফেডেক্স। তবে সেই ম্যাচে জিতেছিলেন নাদাল। ফেডেরারের ২৪ বছরের পেশাদার টেনিস কেরিয়ারে তাঁর সঙ্গে নাদালের শেষ সাক্ষাৎ হয়েছে ২০১৯ সালে, উইম্বলডনে। উল্লেখ্য, সেই সাক্ষাতের ম্যাচটিতে জিতেছিলেন ফেডেরার।

রজার ফেডেরারের ২৪ বছরের দীর্ঘ কেরিয়ারে তিনি ও নোভাক জকোভিচ (Novak Djokovic) মোট ৫০ বার মুখোমুখি হয়েছেন। এই দুই তারকার মুখোমুখি সাক্ষাতে নজর দিলে দেখা যায়, যার মধ্যে ২৭টি ম্যাচে জিতেছেন নোভাক। এবং ২৩টি ম্যাচে জিতেছেন ফেডেরার। জকোভিচের বিরুদ্ধে ২০০৬ সালের এটিপি মাস্টার্স ১০০০ মন্ট্রে কার্লোতে প্রথম ম্যাচে খেলেছিলেন ফেডেরার। প্রথম সাক্ষাতের সেই ম্যাচে জিতেছিলেন ফেডেরার। উল্লেখ্য, ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনে শেষ বার জকোভিচের বিরুদ্ধে খেলেছেন সুইস তারকা। শেষ সাক্ষাতের ম্যাচে জিতেছিলেন জকোভিচ।

একচল্লিশের ফেডেরার আজও একাধিক তরুণ টেনিস প্লেয়ারের আদর্শ। টেনিস বিশ্ব তাঁর অবদান কোনওদিন ভুলবে না। ফেডেক্সও আজীবন টেনিস কোর্টকে রাখবেন মনের মণিকোঠায়। আগামী সপ্তাহে লন্ডনে লেভার কাপে শেষ বার নামবেন তিনি। তার আগে টেনিসে একখানা যুগের অবসান ঘটিয়ে অবসর ঘোষণা করে দিয়েছেন রজার ফেডেরার।