Roger Federer Novak Djokovic : ‘রাফা কিন্তু এখনও খেলছে…’ প্রশংসা করেও জকোভিচকে বার্তা ফেডেরারের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 22, 2023 | 7:34 PM

ফেডেরার নেই, রাফায়েল নাদালের চোট--এই সুযোগে ফরাসি ওপেন জিতে পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ড স্লামের মালিক হয়ে গিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা।

Roger Federer Novak Djokovic : রাফা কিন্তু এখনও খেলছে... প্রশংসা করেও জকোভিচকে বার্তা ফেডেরারের
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: পুরুষদের টেনিসে গ্র্যান্ড স্লাম জয়ের নিরিখে সবার উপরে এখন নোভাক জকোভিচ। সদ্য ফরাসি ওপেন জিতে ২৩টি গ্র্যান্ড স্লামের মালিক হয়েছেন। গ্র্যান্ড স্লামের সংখ্যায় রজার ফেডেরার অনেক আগেই পিছনে পড়ে গিয়েছিলেন। গতবছর অবসর নিয়েছেন। টেনিসের ‘বিগ থ্রি’-র লড়াই এখন দু’জনে গিয়ে ঠেকেছে। নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল। ফেডেরার নেই, রাফায়েল নাদালের চোট–এই সুযোগে ফরাসি ওপেন জিতে পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ড স্লামের মালিক হয়ে গিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। নাদালকে ছাপিয়ে যাওয়ায় টেনিসের ‘GOAT’ প্রসঙ্গে ঘুরেফিরে আসছে। নোভাকের সাফল্য নিয়ে কী ভাবছেন সুইস মায়েস্ত্রো রজার ফেডেরার? ফেডেক্সের মুখে শোনা গিয়েছে জকোভিচের ভূয়সী প্রশংসা। তবে GOAT (গ্রেটেস্ট অব অল টাইম) প্রসঙ্গে এখনই বেশি কিছু বলতে নারাজ তিনি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

গ্রাস কোর্ট হ্যাল ওপেনে খেলার ৩০তম বার্ষিকীতে জার্মানি গিয়েছেন ফেডেরার। এই কোর্টে ১০টি খেতাব রয়েছে তাঁর। রজার ফেডেরার ডে-র দিনে সুইস মায়েস্ত্রো বলেন, “নোভাক যে সাফল্য অর্জন করেছে সেটা বিশাল কৃতিত্ব। এটা যথেষ্ট হতে পারে ওর জন্য।” তবে গ্র্যান্ড স্লামের রেকর্ডের দৌড় এখানেই শেষ হয়ে যাচ্ছে বলে মনে করছেন না ফেডেরার। কারণটা অবশ্যই তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া চলছে ফেডেরারের। তিনি বলেন, “যতদিন রাফা খেলছে ততদিন এটার উত্তর দেওয়া যাবে না।” বয়স ও চোট আঘাত, শরীরে দুটোই থাবা বসালেও ২০০৫ সাল থেকে ধারাবাহিকভাবে গ্র্যান্ড স্লাম জিতে এসেছেন নাদাল। ১৯ বছরের কেরিয়ারে যে বছরগুলিতে গ্র্যান্ড স্লাম জেতেননি সেগুলি হল ২০১৫, ২০১৬ এবং ২০২১।

ফেডেরার বা নাদালের থেকে বেশ কিছুটা পিছিয়ে থেকে কেরিয়ার শুরু করেছিলেন জকোভিচ। রজারের থেকে ৫ বছরের ছোট জকোভিচের সামনে এখনও গ্র্যান্ড স্লামের সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। ১৭ বছরের বরিস বেকারের উইম্বলডন জয় বা ৩৬ বছর বয়সে ফরাসি ওপেন জয়, কোনটা আপনার বেশি ভালো বলে মনে হয়? এই কঠিন প্রশ্নের উত্তরের জবাব দিতে পারেননি ২০টি গ্র্যান্ড স্লামের মালিক।

Next Article