কলকাতা: টেনিস প্রেমী ও অনুরাগীদের স্বস্তির খবর শোনালেন কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা (Martina Navratilova)। জোড়া ক্যান্সার বাসা বেঁধেছিল তাঁর শরীরে। গলা ও স্তন ক্যান্সার ধরা পড়ার পরও ভেঙে পড়েননি ৬৬ বছরের মার্কিন টেনিস তারকা। পাল্টা লড়াই করার বার্তা দিয়েছিলেন। সেই লড়াকু মনোভাবের জয়। জোড়া ক্যান্সারকে (Cancer) হারালেন ৬৬ বছরের নাভ্রাতিলোভা। সম্প্রতি টুইটারে নিজের স্বাস্থ্য সংক্রান্ত খুশির বার্তা দেন অনুরাগীদের। তিনি জানিয়েছেন, শেষ পরীক্ষায় দেখা গিয়েছে তিনি ক্যান্সার-মুক্ত। মারণ ব্যধিতে আক্রান্ত হওয়ার পর কিংবদন্তির শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগে ছিলেন বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা তাঁর ফ্যানরা। অবশেষে স্বস্তি নাভ্রাতিলোভা ও টেনিস বিশ্বের। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
চলতি বছরের জানুয়ারি মাসে নাভ্রাতিলোভার ক্যান্সার আক্রান্ত হওয়ার কথা শুনে থমকে গিয়েছিলেন টেনিসপ্রেমীরা। মার্টিনা জানিয়েছিলেন, তাঁর গলা ও স্তন ক্যান্সার রয়েছে। দুঃসংবাদ শোনার পর থেকে অনুরাগীরা সুস্বাস্থ্য কামনা করে এসেছেন। ১৮টি গ্র্যান্ড স্লামের মালিক ২০১০ সালেও একবার স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। সেবার মারণ রোগকে জয় করে ফিরেছিলেন। এ বার জোড়া আঘাত এলেও কঠিন সময় পার করে ফেলবেন বলে আশা করেছিলেন অনুরাগীরা। কারণ ক্যান্সার একেবারে প্রথম স্টেজে ছিল। অবশেষে প্রায় ছয় মাসের লড়াইয়ের পর সমস্ত পরীক্ষিনিরীক্ষা করে জানতে পারেন, তিনি এখন ক্যান্সার-মুক্ত।
কঠিন সময়ে পাশে থাকার জন্য টেনিস কিংবদন্তি ধন্যবাদ জানিয়েছেন তাঁর অনুরাগীদের। এছাড়া যাঁরা সঠিক চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছিলেন তাঁদেরকেও ধন্যবাদ জানাতে ভোলেননি। বিশেষ করে মার্টিনার টুইটে উঠে এসেছে চিকিৎসকদের কথা। যাঁদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই খুশির খবর শেয়ার করতে পারতেন না। জোড়া ক্যান্সার জয় করার যাত্রাপথে চিকিৎসক, নার্স-সহ তাঁর চিকিৎসায় যুক্ত প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। টুইটারে টেনিস তারকা লেখেন, “সারা দিনের টেস্টের পর জানা গিয়েছে আমি এখন ক্যান্সার-মুক্ত। ডাক্তার, নার্স, প্রোটন, রেডিয়েশন ম্যাজিশিয়ান এবং বাকিদের আমার ধন্যবাদ। এটা ভীষণ স্বস্তির।”