রোহিতের পাঞ্চে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 30, 2021 | 8:42 AM

প্রথম রাউন্ডে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক রোহিত চামোলির। ৩-২ ব্যবধানে হারান মঙ্গোলিয়ার প্রতিপক্ষকে। রোহিতের একের পর এক পাঞ্চেই ঘায়েল হয়ে যান মঙ্গোলিয়ার প্রতিপক্ষ।

রোহিতের পাঞ্চে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা
রোহিতের পাঞ্চে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা (সৌজন্যে-টুইটার)

Follow Us

দুবাই: এশিয়ান জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপে (Asian Junior Boxing Championship) সোনা জয় ভারতের রোহিত চামোলির (Rohit Chamoli)। মঙ্গোলিয়ার প্রতিপক্ষকে ফাইনালে হারিয়ে সোনা জিতলেন রোহিত। এশিয়ান জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথম দিন থেকেই নজর কাড়ছিলেন তিনি। ৪৮ কেজি বিভাগে ফাইনালে মঙ্গোলিয়ার ওতগোনবায়ার তুভশিনজায়াকে (Otgonbayar Tuvshinzaya) হারালেন রোহিত। চলতি টুর্নামেন্টে ভারতের প্রথম সোনা।

প্রথম রাউন্ডে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক রোহিত চামোলির। ৩-২ ব্যবধানে হারান মঙ্গোলিয়ার প্রতিপক্ষকে। রোহিতের একের পর এক পাঞ্চেই ঘায়েল হয়ে যান মঙ্গোলিয়ার প্রতিপক্ষ। এশিয়ান জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপে ইতিমধ্যেই ৬টা ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেছে ভারত। সাফল্য ধরে রেখেছেন ভারতীয় উদীয়মান বক্সাররা। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) ফুজাইরায় (Fujairah) শেষ বার এশিয়ান জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল। মোট ২১টা পদক পেয়ে সে বার তিন নম্বরে শেষ করে ভারত। মেয়েদের ক্যাটেগরিতে আসে ১৩টা পদক। ছেলেরা পান ৮টি পদক। মেয়েদের ১৩টা পদকের মধ্যে ৪টে সোনা, ৬টা রুপো আর ৩টে ব্রোঞ্জ পায় ভারত। ছেলেদের ৮টা পদকের মধ্যে ২টো সোনা, ৩টে রুপো আর ৩টে ব্রোঞ্জ পায় ভারত।

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনাজয়ীদের ৪ হাজার মার্কিন ডলার করে দেওয়া হয়। রুপোজয়ীদের ২ হাজার মার্কিন ডলার আর ব্রোঞ্জজয়ীদের ১ হাজার মার্কিন ডলার করে দেওয়া হয়। এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তানের মতো প্রবল শক্তিধর দেশের বক্সাররা অংশ নেন।

আরও পড়ুন: Shaili Singh: দেশে ফিরে পাঞ্জাবি গানের তালে পা মেলালেন রুপোর মেয়ে শৈলী, দেখুন ভিডিও

Next Article