Russia-Ukraine Conflict: আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ক্রমশ কোণঠাসা রাশিয়া

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Mar 01, 2022 | 5:36 PM

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির গ্রিন সিগন্যালের পরই রাশিয়া আর বেলারুশে অনুষ্ঠিত সমস্ত টুর্নামেন্ট বাতিল করে দিয়েছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন। শুধু তাই নয়, ৮-১৩ মার্চ জার্মান ওপেনে অংশ নিতে পারবেন না রাশিয়া আর বেলারুশের অ্যাথলিটরা। তবে প্যারা ব্যাডমিন্টনে অংশ নিতে পারবেন রাশিয়া আর বেলারুশের শাটলাররা।

Russia-Ukraine Conflict: আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ক্রমশ কোণঠাসা রাশিয়া
ক্রীড়াক্ষেত্রে ক্রমশ বিপাকে রাশিয়া। ছবি: টুইটার

Follow Us

নয়াদিল্লি: ফিফার (FIFA) পর গর্জে উঠছে অন্যান্য ফেডারেশনও। রাশিয়াকে (Russia) নিয়ে বড়সড় সিদ্ধান্ত ব্যাডমিন্টন, সাঁতার, আইস হকির মতো ফেডারেশনগুলির। সোমবারই রাশিয়াকে আন্তর্জাতিক ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসনে পাঠায় ফিফা। ২০২২ কাতার বিশ্বকাপ থেকেও বহিষ্কার করা হয় পুতিনের দেশকে। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন, সুইমিং ফেডারেশনও আন্তর্জাতিক ক্ষেত্র থেকে রুশ অ্যাথলিটদের নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পুতিনের (Vladimir Putin) একরোখা মনোভাবে খেসারত দিতে হচ্ছে রাশিয়ার ক্রীড়ামহলও। রাষ্ট্রনায়কই এখন দেশবাসীর কাছে ‘ভিলেন’ হয়ে গিয়েছেন। যুদ্ধ থামানোর কাতর আর্জি জানিয়েছেন রাশিয়ার টেনিস তারকা দানিল মেদভেদেভ, আন্দ্রে রুবলেভরা। ফুটবলার স্মোলোভও যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়়িয়েছেন। ইউক্রেনে হামলা চালিয়ে দেশের অ্যাথলিটদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

 

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির গ্রিন সিগন্যালের পরই রাশিয়া আর বেলারুশে অনুষ্ঠিত সমস্ত টুর্নামেন্ট বাতিল করে দিয়েছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন। শুধু তাই নয়, ৮-১৩ মার্চ জার্মান ওপেনে অংশ নিতে পারবেন না রাশিয়া আর বেলারুশের অ্যাথলিটরা। তবে প্যারা ব্যাডমিন্টনে অংশ নিতে পারবেন রাশিয়া আর বেলারুশের শাটলাররা। কারণ স্পেনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেই শাটলাররা। তবে আন্তর্জাতিক প্যারা ব্যাডমিন্টনে অংশ নিলেও রাশিয়া আর বেলারুশের পতাকা ব্যবহার করা হবে না।

 

একই সঙ্গে রাশিয়া আর বেলারুশের সাঁতারুদের নির্বাসিত করল আন্তর্জাতিক সুইমিং ফেডারেশন। কাজান থেকে আগেই সরিয়ে নেওয়া হয়েছে জুনিয়র সুইমিং চ্যাম্পিয়নশিপ। একই সঙ্গে ভ্লাদিমির পুতিনের সাম্মানিক পদও কেড়ে নিল সুইমিং ফেডারেশন। ২০১৪ সালে রুশ প্রেসিডেন্টকে সম্মানিত করে।

 

রাশিয়া আর বেলারুশের আইস স্কেটার্সদেরও আন্তর্জাতিক ইভেন্ট থেকে নির্বাসিত করল ইন্টারন্যাশনাল স্কেটিং ইউনিয়ন। আইস স্কেটিংয়ের পাওয়ারহাউস নামে পরিচিত রাশিয়া। সম্প্রতি উইন্টার অলিম্পিকে ৬ টা পদক জিতেছে। তার মধ্যে ২টো সোনা। শর্ট ট্র্যাক আর স্পিড স্কেটিংয়েও অ্যাথলিটদের নির্বাসিত করেছে আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন।

 

 

 

আরও পড়ুন: Russia-Ukraine Conflict: যুদ্ধ থামানোর কাতর আর্জি রুশ অ্যাথলিটদের

Next Article