Russia-Ukraine Conflict: টেনিস কোর্টে রুশ প্রতিপক্ষকে যোগ্য জবাব ইউক্রেনের খেলোয়াড়ের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Mar 02, 2022 | 3:38 PM

ম্যাচের আগে ইউক্রেনের এলিনা বলেছিলেন, রাশিয়ার পোতাপোভার বিরুদ্ধে মেক্সিকোতে তিনি খেলবেন না। এমনকি রাশিয়া আর বেলারুশের প্রতিপক্ষের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত জানান তিনি।

Russia-Ukraine Conflict: টেনিস কোর্টে রুশ প্রতিপক্ষকে যোগ্য জবাব ইউক্রেনের খেলোয়াড়ের
এলিনা সিতোলিনা। ছবি: টুইটার

Follow Us

মন্তেরে: ইউক্রেনের (Ukraine) আকাশ জুড়ে শুধুই কালো ধোয়া। রাশিয়ার (Russia) হামলায় বিধ্বস্ত ইউক্রেন। রাশিয়া-ইউক্রেনের সংঘাত (Russia-Ukraine Conflict) নিয়ে গোটা বিশ্ব তোলপাড়। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তারপরই রুশ সেনাবাহিনী একের পর এক হামলা চালায় ইউক্রেনের বিভিন্ন জায়গা। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে একের পর এক মিসাইল হামলা হয়। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে কিয়েভের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলেছে রুশ সেনা। শয়ে শয়ে মৃতদেহ ইউক্রেনের পথে ঘাটে। সামরিক দিক দিয়ে রাশিয়ার উপর পাল্টা আঘাত হানার শক্তি নেই ইউক্রেনের। কিন্তু টেনিস কোর্টে রুশ প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন ইউক্রেনের টেনিস তারকা।

 

মেক্সিকোতে মন্তেরে ওপেনে হলুদ আর নীল রঙের পোশাকেই কোর্টে নামেন ইউক্রেনের এলিনা সিতোলিনা। উল্টো দিকে ছিলেন রাশিয়ার আনাস্তেসিয়া পোতাপোভা। দেশের মানুষের হয়ে জবাবটা কোর্টেই দিলেন এলিনা। রুশ প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন স্ট্রেট সেটে। খেলার ফল ৬-২, ৬-১।

 

ম্যাচের আগে ইউক্রেনের এলিনা বলেছিলেন, রাশিয়ার পোতাপোভার বিরুদ্ধে মেক্সিকোতে তিনি খেলবেন না। এমনকি রাশিয়া আর বেলারুশের প্রতিপক্ষের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত জানান তিনি। কিন্তু আন্তর্জাতিক টেনিস ফেডারেশন রাশিয়া আর বেলারুশের টেনিস খেলোয়াড়দের দেশের পতাকা, প্রতীক, জাতীয় সঙ্গীত ছাড়া খেলার ছাড়পত্র দেয়।

 

 

 

 

ম্যাচের পর আবেগতাড়িত হয়ে পড়েন ২৭ বছরের এলিনা। তিনি বলেন, ‘আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আমার মন একেবারেই ভালো ছিল না। কিন্তু কোর্টে নামার পর আমি খুশিই হয়েছি। আমি ফোকাস ছিলাম। দেশের জন্য এই ম্যাচে জিততে মরিয়া হয়েছিলাম।’

 

 

আরও পড়ুন: Russia-Ukraine Conflict: আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ক্রমশ কোণঠাসা রাশিয়া

Next Article