মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) মিক্সড ডাবলসের শেষ আটে সানিয়া মির্জা (Sania Mirza)-রাজীব রাম (Rajeev Ram) জুটি। মেয়েদের ডাবলস থেকে ছিটকে গেলেও মিক্সড ডাবলসে (Mixed Doubles) এখনও লড়াই জারি রেখেছেন ভারতীয় টেনিস সুন্দরী। অস্ট্রেলিয়ার পেরেজ ও নেদারল্যান্ডসের মিডলকুপ জুটিকে উড়িয়ে দিলেন স্ট্রেট সেটে। প্রথম সেট টাইব্রেকারে নিষ্পত্তি হলেও দ্বিতীয় সেটে সহজেই প্রতিপক্ষকে উড়িয়ে দেন ইন্দো-আমেরিকান জুটি। খেলার ফল ৭-৬ (৮/৬), ৬-৪। সানিয়া-রাজীব জুটি ম্যাচ জিততে সময় নেন ১ ঘণ্টা ২৭ মিনিট।
অন্য প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়ার জুটি স্যাম স্তোসুর-ম্যাথু এবডেন ও জেমি ফর্লিস-জেসন কুবলার জুটি। ওই ম্যাচে বিজয়ী দলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলবেন সানিয়া মির্জা-রাজীব রাম জুটি। প্রথম রাউন্ডে সার্বিয়ান জুটিকে সহজে হারানোর পর দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ান-ডাচ জুটিকেও হারান সানিয়া-রাজীব জুটি।
Sania Mirza on Sony: It’s a long season and we are still in January. Everybody got really emotional and made me emotional! I didn’t mean to make everyone so sad, India. But yeah, looking forward to winning tournaments before I stop.pic.twitter.com/6SjSbwtKS9
— Vinayakk (@vinayakkm) January 21, 2022
মেয়েদের ডাবলসে প্রথম রাউন্ডেই ছিটকে যান সানিয়া মির্জা। তারপরই অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চ থেকে ঘোষণা করেন, এ বছরই পেশাদার টেনিস থেকে অবসর নেবেন তিনি। চলতি বছরের বাকি ইভেন্টগুলোতে অংশ নেবেন কিনা তা এখনও খোলসা করেননি সানিয়া। তবে কেরিয়ারের শেষ বছরে গ্র্যান্ড স্ল্যাম জিততে চান হায়দরাবাদের টেনিস সুন্দরী। সানিয়া মির্জা ৬টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। তার মধ্যে ৩টে গ্র্যান্ড স্ল্যাম মেয়েদের ডাবলসে আর বাকি ৩টে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন মিক্সড ডাবলসে।
আরও পড়ুন: Australian Open 2022: অঘটন ঘটিয়ে শেষ ১৬য় চিলিচ, ছন্দে মেদভেদেভ-হালেপ