AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Australian Open 2022: অঘটন ঘটিয়ে শেষ ১৬য় চিলিচ, ছন্দে মেদভেদেভ-হালেপ

মেলবোর্ন পার্কে অবশ্য শনিবার সবচেয়ে বেশি আলোচনা ছিল চিলিচকে নিয়ে। প্রথম সেটটা ৭-৫ জেতার পর দ্বিতীয় সেটটাও ৭-৬ জিতেছিলেন তিনি। পরের সেটে অবশ্য রুবলেভ ফিরে আসার চেষ্টা করেছিলেন। ৬-৩ জিতে নেন সেটটা। কিন্তু চতুর্থ সেটে তাঁকে আবার দাঁড়াতে পারেননি রুবলেভ। ৬-৩ সেটে হেরে যান।

Australian Open 2022: অঘটন ঘটিয়ে শেষ ১৬য় চিলিচ, ছন্দে মেদভেদেভ-হালেপ
Australian Open 2022: অঘটন ঘটিয়ে শেষ ১৬য় চিলিচ, ছন্দে মেদভেদেভ-হালেপ
| Edited By: | Updated on: Jan 22, 2022 | 9:57 PM
Share

মেলবোর্ন: ফের অঘটন অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open)। এ বার পঞ্চম বাছাই আন্দ্রে রুবলেভকে (Andrey Rublev) হারিয়ে শেষ ১৬য় পা দিলেন মারিন চিলিচ (Marin Cilic)। মেলবোর্ন পার্ক বরাবর পছন্দের জায়গা ক্রোয়েশিয়ানের। এই নিয়ে অষ্টমবার পা দিলেন চতুর্থ রাউন্ডে। র‍্যাঙ্কিং দিয়ে যে তাঁকে বিচার করা যাবে না, তা আরও একবার প্রমাণ করলেন। পরের রাউন্ডে চিলিচের মুখে ফেলিক্স আগুয়ের-অ্যালিসেমি। অন্য দিকে আবার চতুর্থ রাউন্ডে উঠলেন বিশ্বের দু’নম্বর তারকা দানিল মেদভেদেভ (Daniil Medvedev) ও স্তেফানোস সিসিপাস (Stefanos Tsitsipas)। মেয়েদের ইভেন্টেও সেমিফাইনালে উঠেছেন সিমোনা হালেপ ও ইগা সোয়াতেক।

মেদভেদেভের চতুর্থ রাউন্ডে উঠতে সময় লাগেনি। নেদারল্যান্ডসের বোটিক ভান ডে জান্ডস্কালপের বিরুদ্ধে স্ট্রেট সেটে জিতেছেন। ১ ঘণ্টা ৫৫ মিনিটের ম্যাচে মেদভেদেভ ৬-৪, ৬-৪, ৬-২ হারলেন বোটিককে। সিমোনে হালেপ আবার দাঙ্কা কোভিনিচকে ৬-২, ৬-১ হারিয়ে উঠে পড়লেন প্রি-কোয়ার্টারে। ইগা সোয়াতেক আবার ৬-২, ৬-২ জিতলেন দারিয়া কাসাতকিনার বিরুদ্ধে।

মেলবোর্ন পার্কে অবশ্য শনিবার সবচেয়ে বেশি আলোচনা ছিল চিলিচকে নিয়ে। প্রথম সেটটা ৭-৫ জেতার পর দ্বিতীয় সেটটাও ৭-৬ জিতেছিলেন তিনি। পরের সেটে অবশ্য রুবলেভ ফিরে আসার চেষ্টা করেছিলেন। ৬-৩ জিতে নেন সেটটা। কিন্তু চতুর্থ সেটে তাঁকে আবার দাঁড়াতে পারেননি রুবলেভ। ৬-৩ সেটে হেরে যান।

আরও পড়ুন: Australian Open 2022: জিতে চতুর্থ রাউন্ডে নাদাল, জেরেভ