WTT Contender 2022: বিশ্বের ৬ নম্বর প্লেয়ারকে হারিয়ে চমকে দিলেন সাতিয়ান গণেশেকরণ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 17, 2022 | 2:00 PM

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন জর্গিচ ডার্কোকে (Jorgic Darco) হারিয়ে দিলেন ৩-১। ক্রোয়েশিয়ার জাগ্রেবে সাতিয়ানের এই পারফরম্য়ান্স দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছে বিশ্ব টিটি মহল।

WTT Contender 2022: বিশ্বের ৬ নম্বর প্লেয়ারকে হারিয়ে চমকে দিলেন সাতিয়ান গণেশেকরণ
চমকে দিলেন সাতিয়ান
Image Credit source: Twitter

Follow Us

জাগ্রেব: বিশ্ব টেবল টেনিস কন্টেনডারে (WTT Contender 2022) দুরন্ত পারফরম্যান্স ভারতের সাতিয়ান গণেশেকরণ (Sathiyan Gnanasekaran)। বিশ্বের ৬ নম্বর প্লেয়ারকে হারিয়ে চমকে দিলেন তিনি। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন জর্গিচ ডার্কোকে (Jorgic Darco) হারিয়ে দিলেন ৩-১। ক্রোয়েশিয়ার জাগ্রেবে সাতিয়ানের এই পারফরম্য়ান্স দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছে বিশ্ব টিটি মহল। স্লোভেনিয়ার জর্গিচ ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই। তাঁকেই হারিয়ে শেষ ১৬তে পা দিলেন সাতিয়ান। প্রথম গেমটা ৬-১১ হেরেছিলেন ভারতের ছেলে। পরের তিনটে গেমে আর বিপক্ষকে দাঁড়াতেই দেননি। আগ্রাসী ছন্দের জন্যই স্লোভানিয়ার প্যাডলার ফিরতে পারেননি ম্যাচে।

প্রথম রাউন্ডের ম্যাচে সাতিয়ান যে এমন কিছু করে দেখাবেন, কেউই ভাবেনি। তাঁর বিরুদ্ধে ফেভারিট ছিলেন জর্গিচই। প্রথম গেমটা হারের পর পরের গেমে প্রবল ভাবে ফেরেন সাতিয়ান। তবে জর্গিচ বেশ চাপ তৈরি করেছিলেন। ১২-১০ শেষ পর্যন্ত জিতে যান ভারতের ছেলে। তৃতীয় গেমটাও ১১-৯এ জেতেন সাতিয়ান। দুটো কঠিন গেম বের করে ২-১ এগিয়ে থাকাটাই মানসিক ভাবে আরও এগিয়ে দিয়েছিল সাতিয়ানকে। চতুর্থ গেমটা ১২-১০ জিতে নেন। চারটে গেমের কোনওটাই সহজ ভাবে ছাড়েননি। বরং কয়েক বার লিডও নিয়েছিলেন জর্গিচ। সেখান থেকেও দুরন্ত ভাবে ফিরে আসেন তিনি।

দুরন্ত এই জয়ের জন্য সাতিয়ান কৃতজ্ঞতা জানিয়েছেন কোচ রমন সুব্রমণিয়ামকে। টুইটারে লিখেছেন, ‘সমস্ত ঝড়ঝাপটা সামলে একটা বিরাট জয় পেয়েছি। বিশ্বের ৬ নম্বর প্লেয়ার, যে আবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, সেই জর্গিচ ডার্কোর বিরুদ্ধে ৩-১ জিতেছি। এই সাফল্যের জন্য রমন স্যারকে ধন্যবাদ।’

সাতিয়ানের বিশ্ব ব়্যাঙ্কিং ৩৮। তবে এর আগেও বিশ্বের প্রথম ১০এ থাকা প্লেয়ারকে হারিয়েছেন তিনি। ২০১৯ সালের এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপে বিশ্বের ৫ নম্বর তোমাকাজু হারহিমোতোকে হারিয়ে চমকে দিয়েছিলেন। তিনি যে জায়েন্ট কিলার, তা আরও একবার প্রমাণ করে দিলেন জর্গিচকে হারিয়ে। জুলাইয়ের ২২ তারিখ থেকে শুরু কমনওয়েলথ গেমসে ভারতীয় টিটি টিমের অন্যতম সদস্য সাতিয়ানকে এই সাফল্য যে দারুণ ভাবে উদ্বুদ্ধ করবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Next Article