সাঞ্চিয়ন: কোরিয়া ওপেনে আশা জাগিয়ে শুরু করেছিলেন দুই শাটলারই। শনি সকালে আচমকাই ছন্দপতন। কোরিয়া ওপেন (Korea Open) থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু (PV Sindhu) আর কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)। ব্যক্তিগত ইভেন্টে হার দুই শাটলারের। দুরন্ত ছন্দে ছিলেন সিন্ধু। আশা করা হচ্ছিল, কোরিয়া ওপেন জিতেই হয়তো ফিরবেন। অলিম্পিকে দু’বারের পদকজয়ী সিন্ধুর আচমকাই ছন্দপতন ঘটল সেমিফাইনালে। দঃ কোরিয়ার অ্যান সি-ইয়ংয়ের কাছে স্ট্রেট গেমে হেরে বিদায় সিন্ধুর। ওয়ার্ল্ড ট্যুর ফাইনালেও কোরিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে স্ট্রেট গেমে উড়ে গিয়েছিলেন ভারতীয় শাটলার। ৪৮ মিনিটের ঝড়ে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীর কাছে উড়ে যান সিন্ধু। এ বারের টুর্নামেন্টে শুরু থেকে বেশ ছন্দে ছিলেন পিভি সিন্ধু হচ্ছিল। প্রত্যেকটা ম্যাচই স্ট্রেট গেমে জিতে সেমিফাইনালে পৌঁছেছিলেন।
দঃ কোরিয়ার অ্যানের কাছে টানা চারবার হারলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। কোরিয়া ওপেনে খেলার ফল ১৪-২১, ১৭-২১। প্রথম গেমের শুরুতেই ৬-১ এগিয়ে যান অ্যান। ওখানেই খেলার রাশ নিজের দখলে রাখেন কোরিয়ান শাটলার। দ্বিতীয় গেমে একটা সময় ৩-০ এগিয়ে যান সিন্ধু। কিন্তু ফের কোর্টে আধিপত্য দেখান অ্যান। ৫-৩ ব্যবধানে এগিয়ে যান তিনি। একটা সময় স্কোর ৯-৯ করে ফেলেছিলেন সিন্ধু। এরপর ১৮-১৪ এগিয়ে যান অ্যান। একের পর এক স্ম্যাশে ঘায়েল করে দেন সিন্ধুকে।
Pusarla V. Sindhu ?? challenges home favourite ?? An Seyoung for a finals placing.#BWFWorldTour #KoreaOpen2022 pic.twitter.com/OgZF621XOS
— BWF (@bwfmedia) April 9, 2022
Kidambi Srikanth ?? and Jonatan Christie ?? face off each other for a finals spot.#BWFWorldTour #KoreaOpen2022 pic.twitter.com/jCMDmCpN3U
— BWF (@bwfmedia) April 9, 2022
অন্যদিকে ছেলেদের সেমিফাইনালে হেরে গেলেন কিদাম্বি শ্রীকান্তও। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী শাটলার হারলেন এশিয়ান গেমস চ্যাম্পিয়ন জনাথান ক্রিস্টির কাছে। ৫০ মিনিটের দ্বৈরথে স্ট্রেট গেমে উড়ে যান শ্রীকান্ত। ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারলেন না ভারতীয় শাটলার। খেলার ফল ১৯-২১, ১৬-২১। গত মাসে সুইস ওপেনের সেমিফাইনালেও ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের কাছে হেরে গিয়েছিলেন শ্রীকান্ত। খেলার শুরুতে ৯-৭ এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেননি ভারতীয় শাটলার। ক্রিস্টি এরপর খেলার ফল ১৩-১৩ করে দেন। একটা সময় ১৭-১৭ হয়ে গেলেও ম্যাচে ফিরতে ব্যর্থ হন শ্রীকান্ত। দ্বিতীয় গেমের শুরুতেই ৩-০ এগিয়ে যান ক্রিস্টি। সেই গেমে ২১-১৬ ব্যবধানে শেষ পর্যন্ত শ্রীকান্তকে পরাস্ত করেন ইন্দোনেশিয়ার শাটলার।
আরও পড়ুন: IPL 2022 Purple Cap: পার্পল ক্যাপের লড়াইয়ে আবেশকে টপকে গেলেন রাহুল চাহার