Thailand Open boxing: তাইল্যান্ড ওপেনে সোনা গোবিন্দ, অনন্তর, হতাশ করলেন অমিত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 09, 2022 | 4:20 PM

তাইল্যান্ড ওপেনে দুরন্ত পারফরম্যান্স ভারতীয় বক্সারদের। গোবিন্দ ও অনন্ত সোনা পেলেন তাঁদের বিভাগে। তবে অমিত ফাঙ্ঘাল নিরাশ করলেন। রুপোতেই থামতে হল তাঁকে।

Thailand Open boxing: তাইল্যান্ড ওপেনে সোনা গোবিন্দ, অনন্তর, হতাশ করলেন অমিত
Thailand Open boxing: তাইল্যান্ড ওপেনে সোনা গোবিন্দ, অনন্তর, হতাশ করলেন অমিত
Image Credit source: Twitter

Follow Us

ব্যাঙ্কক: তাইল্যান্ড ওপেনে (Thailand Open boxing) জয়জয়কার ভারতীয় বক্সারদের। ৪৮ কেজি ও ৫৪ কেজিতে সোনা জিতলেন গোবিন্দ সাহানি (Govind Sahani) এবং অনন্ত প্রহ্লাদ চোপড়া। তবে অমিত ফাঙ্গাল (Amit Panghal) ও মনিকা হেরে গেলেন ফাইনালে। রুপোতে থামতে হল তাঁদের। গত বছর এই টুর্নামেন্ট থেকে ৮টা পদক পেয়েছিল ভারতীয় টিম। এ বার এখনই সাতটা পদক হয়ে গিয়েছে। আরও তিনটে পদকের ফাইনাল বাউট বাকি রয়েছে। ৫৭ কেজিতে মণীষা, ৬৯ কেজিতে পূজা, ৭৫ কেজিতে ভাগ্যবতীরা ইতিমধ্য়ে সেমিফাইনালে উঠে রয়েছেন।

গত কয়েক বছরে ভারতীয় বক্সিংয়ের ছবি অনেকটা পাল্টে গিয়েছে। বিদেশের নামী টুর্নামেন্টগুলোয় ধারাবাহিক ভাবে সাফল্য পাচ্ছেন ভারতীয় বক্সাররা। এশিয়ান গেমস কিংবা এশিয়ান চ্যাম্পিয়নশিপেই আটকে নেই তাঁরা। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সাফল্য পাচ্ছেন। সে দিক থেকে দেখলে তাইল্যান্ড ওপেনে ধারাবাহিক সাফল্যই দিচ্ছেন অমিত, গোবিন্দরা। বাউটের শুরু থেকে গোবিন্দ ছন্দে ছিলেন। রিংয়ে আগ্রাসী স্ট্র্যাটেজি নিয়ে নেমেছিলেন। নাত্থাফোন থুয়ামচারোয়েনের বিরুদ্ধে শেষ পর্যন্ত ৫-০ জিতেছেন ফাইনাল বাউটটা। অনন্তও সেরাটা দিয়েছেন ৫৪ কেজি বিভাগে। রিত্থিয়ামন সায়িকে তিনিও হারিয়েছেন ৫-০।

সোনার প্রত্যাশা থাকলেও অমিত কিন্তু নিরাশই করেছেন। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পাওয়া ভারতীয় বক্সার কিন্তু যথেষ্ট লড়াই করেছেন। পয়লা রাউন্ডে অমিতই এগিয়ে ছিলেন। দ্বিতীয় রাউন্ড থেকে তীব্র ভাবে ম্যাচে ফেরেন ফিলিপিনের রোগেন লাডোন। শেষ পর্যন্ত অমিত ২-৩ স্কোরে হেয়ে যান। মনিকাও স্থানীয় বক্সার চুতামাস রক্সার সামনে দাঁড়াতেই পারেননি।

আরও পড়ুন: IPL 2022: ওই ক্রিকেটারকে চিরনির্বাসিত করে দেওয়া হোক, চাহালের পাশে দাঁড়িয়ে বলছেন শাস্ত্রী

Next Article