IPL 2022: ওই ক্রিকেটারকে চিরনির্বাসিত করে দেওয়া হোক, চাহালের পাশে দাঁড়িয়ে বলছেন শাস্ত্রী

মদ্যপ অবস্থায় ১৫ তলার ব্যালকনি থেকে চাহালকে ঠেলে দিতে যাচ্ছিলেন এক ক্রিকেটার। তিনি কে? তা প্রকাশ্যে আনেননি চাহাল। কিন্তু রবি শাত্রীর মতো ব্যক্তিত্ব বলে দিচ্ছেন, ওই ক্রিকেটারকে চিরনির্বাসিত করা হোক।

IPL 2022: ওই ক্রিকেটারকে চিরনির্বাসিত করে দেওয়া হোক, চাহালের পাশে দাঁড়িয়ে বলছেন শাস্ত্রী
IPL 2022: ওই ক্রিকেটারকে চিরনির্বাসিত করে দেওয়া হোক, চাহালের পাশে দাঁড়িয়ে বলছেন শাস্ত্রীImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2022 | 3:52 PM

মুম্বই: আট বছর আগের এক ঘটনা রীতিমতো হইচই ফেলে দিয়েছে ভারতীয় ক্রিকেটে। ২০১৩ সালের আইপিএলে (IPL) রীতিমতো প্রাণ সংশয় হয়েছিল যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। বেঙ্গালুরুতে একটা ম্যাচের পর পার্টি ছিল। তাতে ম্যাচ জেতার সেলিব্রেশন করছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারার। ওই টিমেরই এক মদ্যপ ক্রিকেটার চাহালকে নিয়ে গিয়েছিলেন হোটেলের ১৫ তলার ব্যালকনিতে। সেখান থেকে তাঁকে প্রায় ঠেলে ফেলে দিচ্ছিলেন। যদি সেই সময় ওখানে হাজির না হতেন কিছু লোকজন, তা হলে হয়তো খারাপ কিছু ঘটে যেত। ওই ঘটনার জেরে অজ্ঞান হয়ে গিয়েছিলেন চাহাল। আইপিএল কেরিয়ারে মাত্র একবারই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন লেগস্পিনার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেই খেলতে কাটিয়েছেন বেশি সময়। যে রাজস্থান থেকে শুরু করেছিলেন আইপিএল কেরিয়ার, সেখানেই এ বার ফিরে গিয়েছেন তিনি। এক আড্ডায় চাহাল তুলে ধরেছেন তাঁর ক্রিকেট কেরিয়ারের অন্যতম খারাপ ঘটনা। যা আজও দুঃস্বপ্ন হয়ে রয়েছে তাঁর কাছে।

চাহালের ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র আলোড়ন পড়ে গিয়েছে ক্রিকেট মহলে। কে ওই ক্রিকেটার, তা নিয়ে তীব্র কৌতুহল তৈরি হয়েছে। চাহাল অবশ্য তাঁর নাম বলেননি। কিন্তু রবি শাস্ত্রীর (Ravi Shastri) মতো প্রাক্তন বলে দিচ্ছেন, তিনি যেই হোন না কেন, তাঁকে চিরতরে ব্যান করা উচিত বিসিসিআইয়ের। যাতে আইপিএলের ধারেকাছে আর আসতে না পারেন ওই ক্রিকেটার।

শাস্ত্রী বলেছেন, ‘যে ক্রিকেটার ওই ঘটনায় জড়িয়ে ছিল, তার কার্যত কোনও বোধ ছিল না। এটাই সবচেয়ে চিন্তার ব্যাপার। এই রকম ভয়ঙ্কর ঘটনা আমি এই প্রথম শুনলাম। ওই ক্রিকেটারকে আজীবন নির্বাসিত করে দেওয়া উচিত। ও যেন আর কোনও ভাবেই আইপিএলের ধারেকাছে আসতে না পারে।’

একটাই প্রশ্ন ক্রিকেট মহলে, চাহালের মতো ক্রিকেটার, যিনি ভারতীয় টিমে খেলছেন, তিনিই যদি তাঁর জীবনে ঘটে যাওয়া তিক্ত ঘটনা এতদিন পর বলেন, তা হলে আইপিএলে কখনও প্রকাশ্যে না আসা ঘটনা আর কত থাকতে পারে? শারীরিক ভাবে লাঞ্ছনার ঘটনা যে ক্রিকেটে হয়, এবং যাঁরা করেন, তাঁরা যে অধিকাংশই বিদেশি ক্রিকেটার, তা নিয়েও কোনও সন্দেহ নেই। চলতি বছরের শুরুতেই চাহাল বলেছিলেন, ২০১১ সালেও তাঁকে একবার শারীরিক লাঞ্ছনার শিকার হতে হয়েছিল। অ্যান্ড্রু সাইমন্ডস, জেমস ফ্রাঙ্কলিন্স ক্রিকেটাররা জড়িত ছিলেন তাতে। ২০১৩ সালে চাহালের ঘটনায় জড়িয়ে থাকা ওই ক্রিকেটারও কি বিদেশি? আপাতত উত্তর নেই। বোর্ডের কি তদন্তে নামা উচিত নয়? এই প্রশ্ন কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে।

আরও পড়ুন: CSK vs SRH LIVE Score, IPL 2022: টসে জিতে ফিল্ডিং হায়দরাবাদের