US Open 2021: ভ্যাকসিন সার্টিফিকেট ছাড়া ইউএস ওপেনে নো এন্ট্রি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 29, 2021 | 11:34 AM

শুধু দর্শকদের জন্যই নয়। টুর্নামেন্টের আগেই স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র ওপেনে অংশ নিতে চাইলে টেনিস খেলোয়াড়দের ভ্যাকসিন নিতেই হবে।

US Open 2021: ভ্যাকসিন সার্টিফিকেট ছাড়া ইউএস ওপেনে নো এন্ট্রি
US Open 2021: ভ্যাকসিন সার্টিফিকেট ছাড়া ইউএস ওপেনে নো এন্ট্রি (সৌজন্যে-টুইটার)

Follow Us

নিউইয়র্ক: আপনি কি টেনিস (Tennis) ভক্ত? আমেরিকার কোনও শহরে বসবাস করেন? স্টেডিয়ামে বসে জোকোভিচদের খেলা দেখার ইচ্ছে আছে? এই সব প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তা হলে সবার আগে করোনা ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করে নিন। কারণ আর্থার অ্যাশ স্টেডিয়ামে বসে খেলা দেখতে চাইলে ভ্যাকসিনের (vaccination) সার্টিফিকেট (Certificate) মাস্ট।

টিকিট সঙ্গে থাকলেও ইউএস ওপেনের (US Open) কোনও মাঠের গ্যালারিতে ঢুকতে পারবেন না, যদিও অন্তত একটি ভ্যাকসিন ডোজের সার্টিফিকেট সঙ্গে না থাকে। পরিস্কার ভাষায় এই কথা জানিয়ে দিয়েছেন নিউইয়র্ক শহরের মেয়র।

শুধু দর্শকদের জন্যই নয়। টুর্নামেন্টের আগেই স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র ওপেনে অংশ নিতে চাইলে টেনিস খেলোয়াড়দের ভ্যাকসিন নিতেই হবে। করোনা আবহে ২০২০ সালে দর্শক ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল ইউএস ওপেন।

সোমবার থেকে শুরু হচ্ছে এ বারের টুর্নামেন্ট। চোটের জন্য একের পর এক নাম প্রত্যাহারে এ বারের ইউএস ওপেন ঊজ্জ্বল্য হারিয়েছে। রজার ফেডেরার, রাফায়েল নাদাল চোটের জন্য নাম তুলে নিয়েছেন। একই কারণে ঘরের মাঠে কোর্টে নামছেন না সেরেনা ও ভেনাস উইলিয়ামস। মূল আকর্ষণ নোভাক জোকোভিচকে কেন্দ্র করেই। পাশাপাশি অলিম্পিকে সোনাজয়ী জেরেভের দিকেও নজর থাকবে। মহিলাদের বিভাগে আছেন অ্যাশলি বার্টি, নাওমি ওসাকা।

আরও পড়ুন: Serena Williams: ইউএস ওপেনে নেই টেনিসের রানি সেরেনা

Next Article