Serena Williams: ইউএস ওপেনে নেই টেনিসের রানি সেরেনা

US Open: রজার-রাফার পর এ বার ইউএস ওপেনে নেই সেরেনা।

Serena Williams: ইউএস ওপেনে নেই টেনিসের রানি সেরেনা
Serena Williams: ইউএস ওপেনে নেই টেনিসের রানি সেরেনা (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2021 | 5:38 PM

এ বছরের শেষ গ্র্যান্ড স্লাম (Grand Slam) ইউএস ওপেনে (US Open) খেলতে দেখা যাবে না সেরেনা উইলিয়ামসকে (Serena Williams)। আজ, বুধবার নিজের ইন্সটাগ্রামে এই খবর টেনিসের রানি নিজেই ঘোষণা করলেন। আসন্ন ইউএস ওপেন টুর্নামেন্টের আগে তাঁর হ্যামস্ট্রিংয়ের (hamstring) চোট সেরে উঠবে না। যার জন্যই এই সিদ্ধান্ত নিলেন ২৩টি গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা।

চোটের কারণেই উইম্বলডন (Wimbledon) থেকে সরে দাঁড়াতে হয়েছিল সেরেনাকে। ইন্সটাগ্রামে এক বার্তায় ২৩টা গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা লেখেন, “সতর্কতার সঙ্গে বিবেচনা করার পরে এবং আমার ডাক্তার ও মেডিকেল টিমের পরামর্শ অনুসরণ করার পরে, আমি হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে ওঠার জন্য আসন্ন ইউএস ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

পাশাপাশি তিনি ইউএস ওপেনে খেলতে না পারার জন্য দুঃখ প্রকাশও করেছেন। সেরেনার কথায়, “নিউ ইয়র্ক এত দারুণ একটা শহর যেখানে খেলতে আমি সব সময় পছন্দ করি। আমি ফ্যানেদের তাতাতে দেখাটা মিস করব। তোমাদের সকলকে ধন্যবাদ আমাকে সব সময় সমর্থন করার জন্য। আমি তাড়াতাড়ি ফিরে আসব।” সেরেনা খেলতে না পারলেও তাঁর দিদি ভেনাস উইলিয়ামস অবশ্য খেলছেন।

এর আগে ইউএস ওপেন (US Open) থেকে সরে দাঁড়িয়েছেন টেনিসের (Tennis) বিগ থ্রি-র দুই তারকা। রাফায়েল নাদাল ও রজার ফেডেরার (Roger Federer)। কিছুদিনের মধ্যে হাঁটুতে অস্ত্রোপচার হবে ফেডেরারের। যার ফলে কোর্টে ফিরতে ফিরতে বেশ কিছু দিন সময় লাগবে তাঁর। এই চোটের কারণেই অলিম্পিক থেকে সরে দাঁড়িয়েছিলেন। অন্য দিকে পায়ের চোটের (foot injury) কারণেই এ বারের মরসুম নির্দিষ্ট সময়ের আগেই শেষ করে দিচ্ছেন রাফা। এই চোটের কারণেই অলিম্পিকেও খেলা হয়নি নাদালের।

বয়সকে হার মানিয়ে এতদিন কোর্টে দাপিয়ে বেড়াতেন যে টেনিস তারকারা বর্তমানে তাঁরাই চোট-আঘাতে জর্জরিত। এ বার কি সত্যি বয়সের ছাপ পড়তে শুরু করেছে রজার-রাফা-সেরেনার কেরিয়ারে!

আরও পড়ুন: Rafael Nadal: বাকি মরসুমে আর নেই নাদাল

আরও পড়ুন: Roger Federer: ফের হাঁটুতে অস্ত্রোপচার ফেডেরারের, সংশয় বাড়ছে