BWF World Championships: অলিম্পিকের পর বিশ্ব মিট, তাই জুর সামনে স্বপ্নভঙ্গ সিন্ধুর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 17, 2021 | 6:20 PM

PV Sindhu: বিশ্ব মিটের (BWF World Championships) সেমিফাইনালে ওঠা হল না পিভি সিন্ধুর (PV Sindhu)। সেই তাই জু ইং (Tai Tzu Ying)-এর কাছে স্বপ্নভঙ্গ হল ভারতীয় তারকা শাটলারের।

BWF World Championships: অলিম্পিকের পর বিশ্ব মিট, তাই জুর সামনে স্বপ্নভঙ্গ সিন্ধুর
BWF World Championships: অলিম্পিকের পর বিশ্ব মিট, তাই জুর সামনে স্বপ্নভঙ্গ সিন্ধুর

Follow Us

হুয়েলভা: বিশ্ব মিটের (BWF World Championships) সেমিফাইনালে ওঠা হল না পিভি সিন্ধুর (PV Sindhu)। সেই তাই জু ইং (Tai Tzu Ying)-এর কাছে স্বপ্নভঙ্গ হল ভারতীয় তারকা শাটলারের। টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) সেমিফাইনালে তাই জুর কাছে হারের বদলাও নেওয়া হল না সিন্ধুর। বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে খেতাব ধরে রাখার লড়াইয়ে নেমেছিলেন সিন্ধু। কিন্তু পারলেন না। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল গতবারের চ্যাম্পিয়ন সিন্ধুকে।

মাত্র ৪২ মিনিটেই শেষ হয়ে গেল তাই জু-সিন্ধুর লড়াই। চিনা তাইপেইয়ের কাছে প্রথম গেমে ১৭-২১ হারেন সিন্ধু। দ্বিতীয় গেমেও সিন্ধুকে কোনও ভাবেই একচুল জমি ছাড়েননি তাই জু। শেষমেশ ২১-১৩-তে দ্বিতীয় গেমও জিতে নেন বিশ্বের এক নম্বর শাটলার।

তাই জু ম্যাচের প্রথম থেকেই রাশ মুঠোয় ভরতে শুরু করেন। তাই জু-র গতি, কোর্ট কভারেজের সঙ্গে টেক্কা দিতে সিন্ধুকে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল। চিনা তাইপেই শাটলারের প্রতিটা শটই বুঝিয়ে দিচ্ছিল তিনি কেন বিশ্বের এক নম্বর। অলিম্পিকের পর দুই তারকা মুখোমুখি হয়েছিলেন। সিন্ধু এর আগেও তাই জু-র টেকনিকের সামনে টিকতে পারেননি। এ বারও তার অন্যথা হল না।

পাশাপাশি এই নিয়ে টানা পাঁচ ম্যাচে তাই জু-র কাছে হারলেন দু’বারের অলিম্পিকজয়ী ভারতীয় শাটলার। সিন্ধু-তাই জু দ্বৈরথে এখনও পর্যন্ত ১৫ বার জিতেছেন তাই জু। এবং মাত্র ৫ বার জিতেছেন সিন্ধু।

আরও পড়ুন: BWF World Championships: বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত ভারতের কিদাম্বি শ্রীকান্তের

Next Article