BWF World Championships: বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত ভারতের কিদাম্বি শ্রীকান্তের
Kidambi Srikanth: টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মার্ক ক্যালজোকে (Mark Caljouw) কার্যত উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁঁছে গেলেন শ্রীকান্ত।
মাদ্রিদ: একদিকে বিশ্ব চ্যাম্পিয়নের (BWF World Championships) খেতাব ধরে রাখতে পারলেন না পিভি সিন্ধু (PV Sindhu)। অন্যদিকে ভারতের হয়ে প্রথম পদক নিশ্চিত করে ফেললেন কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)। ছেলেদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন শ্রীকান্ত। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মার্ক ক্যালজোকে (Mark Caljouw) কার্যত উড়িয়ে দিলেন শ্রীকান্ত। ম্যাচের ফল ভারতীয় শাটলারের পক্ষে ২১-৮, ২১-৭। সেমিফাইনালে পৌঁছে ব্রোঞ্জ নিশ্চিত করে ফেললেন শ্রীকান্ত।
??? MEDAL CONFIRMED! Kidambi Srikanth assured the nation a medal at the BWF World Championships 2021 after defeating Mark Caljouw in the quarter-finals.
? Getty • #KidambiSrikanth #PVSindhu #WorldChampionships2021 #IndiaOnTheRise #Badminton #BharatArmy pic.twitter.com/9MwTCbklHW
— The Bharat Army (@thebharatarmy) December 17, 2021
প্রথম গেম থেকেই দাপট দেখাতে থাকেন শ্রীকান্ত। নেদারল্যান্ডের প্রতিপক্ষকে এক্কেবারে দাঁড়াতেই দেননি তিনি। বিশ্ব মিটে ছেলেদের সিঙ্গলস থেকে শ্রীকান্ত ভারতকে তৃতীয় পদকটি দিতে চলেছেন।
এর আগে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ১৯৮৩ সালে ব্রোঞ্জ পেয়েছিলেন প্রকাশ পাডুকোন। এবং ২০১৯ সালে বি সাই প্রণীতও ব্রোঞ্জ পেয়েছিলেন। এ বার শ্রীকান্তের পালা। সেমিফাইনালে জিতে তিনি পদকের রং বদলাতে পারেন কিনা সেদিকেই নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের।
টুর্নামেন্টে একদিকে শ্রীকান্ত ভারতকে পদক এনে দিলেও, মেয়েদের সিঙ্গলসে হতাশ করলেন গতবারের চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। বিশ্বের এক নম্বর শাটলার তাই জু-র কাছে স্ট্রেট গেমে (২১-১৭, ২১-১৩) হেরে গেলেন তিনি। এই চিনা তাইপেই শাটলারের কাছে টোকিও অলিম্পিকের সেমিফাইনালেও হেরেছিলেন সিন্ধু। পাশাপাশি এই নিয়ে টানা পাঁচ ম্যাচে তাই জু-র কাছে হারলেন দু’বারের অলিম্পিকজয়ী ভারতীয় শাটলার। সিন্ধু-তাই জু দ্বৈরথে এখনও পর্যন্ত ১৫ বার জিতেছেন তাই জু। এবং মাত্র ৫ বার জিতেছেন সিন্ধু।
আরও পড়ুন: BWF World Championships: অলিম্পিকের পর বিশ্ব মিট, তাই জুর সামনে স্বপ্নভঙ্গ সিন্ধুর