প্যারিস: অলিম্পিকের প্রস্তুতি বহু আগেই শুরু হয়েছিল। ২০২৪ অলিম্পিক হবে প্যারিসে। এ দিন অলিম্পিক মশাল নিয়ে বড় আপডেট দিল স্থানীয় আয়োজন কমিটি। ৬৪টি অঞ্চল, এর মধ্যে পাঁচটি বিদেশে, সব মিলিয়ে ৪০০ শহর ঘুরবে প্যারিস অলিম্পিক মশাল। ৬৮ দিনের মশাল রিলের পর কলড্রন জ্বলবে। এ দিন প্যারিস ইউনিভার্সিটিতে মশাল রিলের কথা ঘোষণা করা হয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্যারিস অলিম্পিকের স্থানীয় আয়োজন কমিটির প্রেসিডেন্ট টনি এস্তানগায়ে অনুষ্ঠানে বলেন, ‘আমাদের দেশের ক্রীড়া ইতিহাসে প্যারিস অলিম্পিক সবচেয়ে বড় প্রোজেক্ট। অলিম্পিকের টর্চ রিলে খুবই জরুরি। প্রচুর মানুষের মধ্যে আগ্রহ তৈরি করবে এই টর্চ রিলে।’ ১৬ এপ্রিল গ্রিসের অ্যানসিয়েন্ট অলিম্পিয়ায় সূর্যের রশ্মিতে জ্বলবে অলিম্পিক মশাল। বিভিন্ন দেশ, শহর পরিক্রমার পর এথেন্সে তা হস্তান্তর হবে। ২৭ এপ্রিল অ্যাথেন্স থেকে বেলেমে (জাহাজের নাম) ফরাসি শহর মার্শেইতে পাড়ি দেবে অলিম্পিক মশাল।
মডার্ন অলিম্পিক শুরুর সময় অর্থাৎ ১৮৯৬ সাল থেকে বেলেম জাহাজের ব্যবহার শুরু হয়। ৮ মে মার্শেইতে পৌঁছবে অলিম্পিক মশাল। সেখান থেকে বিভিন্ন ঐতিহ্যশালী জায়গা ঘুরবে অলিম্পিক মশাল। টর্চ রিলেতে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। স্থায়ী আয়োজন কমিটির তরফে জানানো হয়েছে, নিরাপত্তা বলয়ে থাকবে অলিম্পিক মশাল এবং যিনি এই মশাল ক্যারি করছেন।
সব মিলিয়ে আট জনের টিম ‘লে গার্ডিনেন্স ডে লা ফ্লেমে’ (দ্য গার্ডিয়ান্স অফ দ্য ফ্লেম)কে দায়িত্ব দেওয়া হয়েছে, অলিম্পিক মশাল যাতে সারাক্ষণ জ্বলে থাকে, তা দেখবে এই টম। পুলিশ, মিলিটারি ফোর্স থেকে এই টিম মেম্বারদের প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হয়েছে। প্যারিস অলিম্পিক গেমস শুরু হবে ২০২৪ সালের ২৬ জুলাই। চলবে ১১ অগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে প্যারা অলিম্পিক গেমস (২৮ অগস্ট থেকে ৮ সেপ্টেম্বর)।