টোকিও: ক্রমশ চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাস (COVID-19)। অলিম্পিক (Olympics) শুরুর আগে টোকিওয় বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যাও। কোভিড গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। এ বার করোনার হানা গেমস ভিলেজে (Games Village)। রবিবার একদিনে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত ৩ অ্যাথলিটসহ মোট ১০ জন। ৩ অ্যাথলিটের মধ্যে ২ জন রয়েছেন গেমস ভিলেজেই।
আর ৫ দিন পর শুরু টোকিও অলিম্পিক (Tokyo Olympics)। করোনা (COVID-19) সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ ক্রমশ বাড়ছে। এর আগে অ্যাথলিট বা সাপোর্ট স্টাফেরা করোনা সংক্রমিত হলেও তারা ছিলেন হোটেলে। কারও রিপোর্ট পজিটিভ এসেছে টোকিও বিমানবন্দরে নামার পর। তবে গেমস ভিলেজে করোনার হানা এ বার চিন্তা অনেকটাই বাড়াল। করোনা সংক্রমিত অ্যাথলিটদের নাম অবশ্য প্রকাশ্যে আনা হয়নি। বাকি ৭ জনের মধ্যে ৫ জনই সাপোর্ট স্টাফ। বাকি দুই সংক্রমিতের মধ্যে এক জন কনট্রাক্টর আর এক জন সাংবাদিক। টোকিও অলিম্পিকের সঙ্গে যুক্ত মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৫৫।
১ জুলাইয়ের পর ১৮ হাজারেরও বেশি বিদেশি অ্যাথলিট বা সাপোর্ট স্টাফ এসে পৌঁছেছেন টোকিওয়। টোকিও পৌঁছানোর আগে প্রত্যেকের ২ বার করে করোনা পরীক্ষা করানো হয়। দুটো রিপোর্ট নেগেটিভ আসার পরই তারা টোকিও পৌঁছানোর অনুমতি পান। কিন্তু জাপানে পৌঁছানোর পরও অনেকে করোনা সংক্রমিত হন। জাপানেও করোনা সংক্রমিতের সংখ্যা ক্রমশ বাড়ছে। গত কয়েকদিনে প্রত্যেক দিন এক হাজারের উপর করোনা সংক্রমিত হচ্ছেন জাপানে।
আরও পড়ুন: Tokyo Olympics 2020: নিরাপদে টোকিও পৌঁছলেন সিন্ধু-দীপিকারা