Wimbledon 2023: উইম্বলডন জয়ের সেলিব্রেশন; বিয়ার এবং নতুন ট্যাটু মার্কেতার!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 16, 2023 | 1:54 AM

Wimbledon 2023, Women’s Final : ফাইনালের জন্য এসেছিলেন মার্কেতার স্বামী স্টেপান সিমেক। তাঁকে জয় উপহার দিয়েছেন মার্কেতা। সেলিব্রেশনে বিশেষ কিছু থাকবে না! হয় নাকি?

Wimbledon 2023: উইম্বলডন জয়ের সেলিব্রেশন; বিয়ার এবং নতুন ট্যাটু মার্কেতার!
Image Credit source: twitter

Follow Us

লন্ডন: অঘটন নয়, অপ্রত্যাশিত বলাই যায়। অবাছাই হিসেবে টুর্নামেন্টে নেমেছিলেন। খেতাবও জিতলেন মার্কেতা ভনদ্রুসোভা। উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশনে থাকছে বিয়ার। কিন্তু চমক থাকছে অন্য। গ্রান্ড স্লাম জয়ের আনন্দে বিশেষ ট্যাটুও করাতে চলেছেন। চেক প্রজাতন্ত্রের মার্কেতাকে নিয়ে অনেক তথ্যই উঠে আসছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ট্যাটু-প্রীতি অনেকরই থাকে। তাদের মধ্যে একজন মার্কেতাও। তাঁর বর্তমান পরিচয়, উইম্বলডন চ্যাম্পিয়ন। ২০১৯ সালে শেষ বার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন। সে সময় ১৯-এর তরুণী ফরাসি ওপেন ফাইনাল খেলেছিলেন। মেয়েদের টেনিসের বিশ্ব ক্রমতালিকায় অনেকটাই পিছিয়ে। উইম্বলডনে নামতে হয়েছিল অবাছাই হিসেবেই। সেরার খেতাব জিতে তাক লাগিয়ে দিয়েছেন মার্কেতা। উইম্বলডনের ইতিহাসে প্রথম কোনও অবাছাই প্রতিযোগী চ্যাম্পিয়ন হয়েছেন। আর এই জয়ের সেলিব্রেশনের অংশ হিসেবে নতুন একটি ট্যাটু করাতে চলেছেন।

বাঁ হাতি টেনিস তারকাকে অন-কোর্ট ইন্টারভিউতে সেলিব্রেশন প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়। মার্কেতা বলেন, ‘হয়তো একটু বিয়ার খাব। গত দু-সপ্তাহ খুব অস্বস্তির মধ্যে কেটেছে। আর গত কয়েকদিন নিজেকে এমন একটা মুহূর্তের জন্য প্রস্তুত করছিলাম। ফাইনালের আগে প্রচণ্ড স্নায়ুর চাপে ভুগছিলাম।’

ফাইনালের জন্য এসেছিলেন মার্কেতার স্বামী স্টেপান সিমেক। তাঁকে জয় উপহার দিয়েছেন মার্কেতা। সেলিব্রেশনে বিশেষ কিছু থাকবে না! হয় নাকি? মার্কেতার দু-হাতে বেশ কিছু ট্যাটু রয়েছে। নিজে যেমন ট্যাটু করাবেন তেমনই কোচ ইয়ান হার্নিকও। এর কারণও ব্যাখ্যা করলেন মার্কেতা। বলেন, ‘চ্যাম্পিয়ন হবই এটা তো জানতাম না। তবে কোচের সঙ্গে একটা বাজি ধরেছিলাম। কোচ বলেছিলেন, আমি চ্যাম্পিয়ন হলে তিনিও প্রথম বার ট্যাটু করাবেন। আমরা দু-জনই ট্যাটু করাচ্ছি, এটুকু বলতে পারি।’

উইন্বলডন জয়ের পরদিন অর্থাৎ আজ তাঁর প্রথম বিবাহবার্ষিকী। এমন মুহূর্তে রয়েছেন স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যরা। সেলিব্রেশন করার মতো একাধিক কারণ মার্কেতার।