Wimbledon 2023: জাবেউরকে চেক-মেট, উইম্বলডন চ্যাম্পিয়ন অবাছাই মার্কেতা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 15, 2023 | 9:30 PM

Wimbledon 2023, Women’s Final : গত কয়েক বছর মহিলাদের টেনিসে সাড়া ফেলেছেন ওনস জাবেউর। এ বারও উইম্বলডনের ফাইনালে উঠতে হারিয়েছেন পেত্রা কিতোভা, এলিনা রিবাকিনা, আরিয়ানা সাবালেঙ্কার মতো তারকাকে।

Wimbledon 2023: জাবেউরকে চেক-মেট, উইম্বলডন চ্যাম্পিয়ন অবাছাই মার্কেতা
Image Credit source: PTI

Follow Us

লন্ডন: চার বছর আগে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন। এরপর কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা হয়নি। উইম্বলডেনে নেমেছেন অবাছাই হিসেবে। সেই মার্কেতা ভনদ্রুসোভাই চ্যাম্পিয়ন। উইম্বডলনে মহিলাদের সিঙ্গলসে তিউনিশিয়ার ওনস জাবেউরকে স্ট্রেট সেটে হারিয়ে খেতাব জিতলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অপ্রত্যাশিত ভাবে প্রত্যাশা পূরণ। চার বছর আগে ফরাসি ওপেনের ফাইনালে উঠে নজর কেড়েছিলেন। চেক প্রজাতন্ত্রের ১৯-এর তরুণীকে নিয়ে ফরাসি ওপেনে মাতামাতি হয়েছে। তারপর কার্যত হারিয়ে যান। চার বছর পর অবাছাই থেকে গ্র্যান্ড স্লাম ইভেন্টের ফাইনাল। মাঝের এই সময়ে কিংবদন্তিরা অবসর নিয়েছেন, অনেকে হারিয়ে গিয়েছেন। সেই তালিকায় হয়তো যোগ হতে পারত মার্কেতার নামও। অপেক্ষার অবসান হয়। মার্কেতার কেরিয়ারেও সেটা হল।

কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক থ্রু! হয়তো তাই। এ বারের উইম্বলডনের আগে লন্ডনে ঘাসের কোর্টে মাত্র দুটি ম্যাচ জিতেছিলেন মার্কেতা। শনিবার অবশ্য অতীত মনে ছিল না কারও। তিউনিশিয়ার ওনস জাবেউরের বিরুদ্ধে ম্যাজিকাল মার্কেতা। ৬-৪, ৬-৪ ব্যবধানে স্ট্রেট সেটে জয়। গ্র্যান্ড স্লাম খেতাবের স্বপ্নপূরণ। চেক প্রজাতন্ত্রের তৃতীয় খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয় মার্কেতার। ডব্লিটিএ ক্রমতালিকায় যাঁর স্থান ৪২! সেদিক থেকেও নজির। ব়্যাঙ্কিংয়ে এত তলানিতে থেকে এর আগে কেউ চ্যাম্পিয়ন হননি।

গত কয়েক বছর মহিলাদের টেনিসে সাড়া ফেলেছেন ওনস জাবেউর। এ বারও উইম্বলডনের ফাইনালে উঠতে হারিয়েছেন পেত্রা কিতোভা, এলিনা রিবাকিনা, আরিয়ানা সাবালেঙ্কার মতো তারকাকে। ফাইনালেও ফেভারিট ছিলেন জাবেউর। গত পাঁচটি গ্র্যান্ড স্লামে তৃতীয় ফাইনাল খেলেন জাবেউর। ছন্দ, দক্ষতা, অভিজ্ঞতায় তাঁকে এগিয়ে রাখাই স্বাভাবিক। ফাইনালে মুখোমুখি দুই টেনিস শিল্পীর। শেষ অবধি চেক-মেট মার্কেতার।