কলকাতা : গতবছর বার্মিংহাম কমনওয়েলথ গেমসে লং জাম্পে রুপো এসেছিল মুরলি শ্রীশঙ্করের (Murali Sreeshankar) হাত ধরে। চলতি বছরে ইতিহাস গড়ে ডায়মন্ড লিগে পোডিয়াম ফিনিশ করেন শ্রীশঙ্কর। এ বার এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও সফল দেশের তরুণ লং জাম্পার। শনিবার, এশিয়ান অ্যাথলেটিক্সে রূপো পেয়েছেন মুরলি। পদকের পাশাপাশি এই মঞ্চ থেকে প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2023) কোটা নিয়ে ফিরছেন তিনি। ছেলেদের লং জাম্পে কেরিয়ার সেরা ৮.৩৭ মিটার জাম্প দিয়ে সিলভার মেডেল পেয়েছেন মুরলি। একই দিনে হাই জাম্পে পদক এসেছে ভারতের ঘরে। সর্বেশ অনিল কুশারের হাত ধরে এসেছে রুপোর পদক। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে প্যারিস অলিম্পিক কোটা জোগাড় করে ফেলেছেন তিনি। বিস্তারিত TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
গতবছর কমনওয়েলথ গেমস থেকে শিরোনামে আসেন মুরলি শ্রীশঙ্কর। ২৪ বছরের লং জাম্পার ৮.০৮ মিটার ব্যক্তিগত সেরা লাফ দিয়ে রুপোর পদক পান। এরপর যত ইভেন্টে অংশ নিয়েছেন, উন্নতি হয়েছে মুরলির। মাসখানেক আগে প্যারিস ডায়মন্ড লিগে ছেলেদের লং জাম্পে তৃতীয় স্থানে শেষ করেন তিনি। ৮.০৯ মিটার লাফ দেন তিনি। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজেকেই ছাপিয়ে গেলেন মুরলি। তাঁর ব্যক্তিগত সেরা লাফ ছিল ৮.৩৬ মিটার। যেটি আবার জাতীয় রেকর্ড। অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সেই রেকর্ডকেও ছাপিয়ে ৮.৩৭ মিটার লাফ দেন মুরলি। একইসঙ্গে ২০২৪ প্যারিস অলিম্পিকের কোটা আদায় করে নিয়েছেন। প্যারিসে যোগ্যতা অর্জনের মানদণ্ড ছিল ৮.২৭ মিটার। এই পরীক্ষায় ভালোভাবেই উতরে যান মুরলি শ্রীশঙ্কর। আগামী বছর প্যারিসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গেলেন তিনি।
Athletics, #AsianAthleticsChampionships: MURALI SREESHANKAR.. YOU BEAUTY.. ONE OF THE BEST PERFORMANCE BY THE INDIAN LONG JUMPER EVER! FIRST INDIAN FIELD EVENT ATHLETE TO QUALIFY FOR #Paris2024 WITH A HUMONGOUS LEAP OF 8.37M (-1.1 M/S)
SILVER ? FOR HIM..
???❤️@SreeshankarM pic.twitter.com/olszXLWgOK
— Vishank Razdan (@VishankRazdan) July 15, 2023
শ্রীশঙ্কর দিনের প্রথম প্রচেষ্টায় ৮.১০ মিটার দূরে লাফ দেন। তৃতীয় প্রচেষ্টায় লাফ দেন ৮.১২ মিটার। চতুর্থ ও পঞ্চম প্রচেষ্টায় ৮.১১ ও ৮.১৩ মিটার দূরে শেষ করেন। এরপর ফাইনাল অ্যাটেম্পটে কেরিয়ার সেরা ৮.৩৭ মিটার দূরে শেষ করেন তিনি। তা সত্ত্বেও দ্বিতীয় স্থানে থেকে রুপো পেয়েছেন শ্রীশঙ্কর।