Manu Bhaker: জোড়া পদকের উচ্ছ্বাস নয় ‘চতুর্থ’ হয়ে হতাশ মনু ভাকেরের নজরে LA

Aug 03, 2024 | 3:19 PM

Paris Olympics 2024: নজর ছিল হ্যাটট্রিকে। ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন। তবে হাঙ্গেরির ভেরোনিকা মায়েরের সঙ্গে শুট-অফে পাঁচটির মধ্যে দুটি শট মিসই পার্থক্য হয়ে দাঁড়াল। ফাইনালে চতুর্থ স্থানে মনু। কী বলছেন ভারতের গর্ব মনু ভাকের?

Manu Bhaker: জোড়া পদকের উচ্ছ্বাস নয় চতুর্থ হয়ে হতাশ মনু ভাকেরের নজরে LA
Image Credit source: PTI

Follow Us

ফিনিক্সের মতো উত্থান! টোকিও অলিম্পিকে বন্দুক সমস্যার জেরে একরাশ হতাশা নিয়ে ফিরতে হয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ ছিল না। অনেক লড়াই, পরিশ্রম করে প্যারিস অলিম্পিকে জায়গা করে নিতে হয়েছে। এরপর একের পর এক ইতিহাস। ১০ মিটার এয়ার পিস্তল ব্য়ক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ। দীর্ঘ এক যুগ পর শুটিংয়ে ভারত অলিম্পিক পদক এনেছে। শুধু তাই নয়, ভারতের প্রথম মহিলা শুটার হিসেবেও অলিম্পিক পদকের নজির গড়েছেন মনু। এরপর সরবজ্যোৎ সিংকে নিয়ে মিক্সড টিম ইভেন্টেও ব্রোঞ্জ। স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিকের এক সংস্করণে জোড়া পদক। নজর ছিল হ্যাটট্রিকে। ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন। তবে হাঙ্গেরির ভেরোনিকা মায়েরের সঙ্গে শুট-অফে পাঁচটির মধ্যে দুটি শট মিসই পার্থক্য হয়ে দাঁড়াল। ফাইনালে চতুর্থ স্থানে মনু। কী বলছেন ভারতের গর্ব মনু ভাকের?

প্রথম পদকের পর গীতার সেই স্লোকের কথা বলেছিলেন মনু ভাকের। কর্ম করে যাও, ফলের আশা কোরো না। মনু সেটাই চেষ্টা করেছেন। ২৫ মিটার এয়ার পিস্তলেও প্রস্তুতি এবং লড়াইয়ে খামতি রাখেননি। তবে ভাগ্য সঙ্গ দিল না। অলিম্পিকে জোড়া পদক। তারপরও মনু ভাকেরের গলায় হতাশার সুর। বলছেন, ‘গর্ব করার মতো অনেক কিছুই আছে। কিন্তু চতুর্থ স্থান, ভালো জায়গা নয় এটুকু বলতে পারি।’

গত কয়েক দিন ধরেই দেশ মজে মনুতে। প্যারিসে এখনও অবধি তিনটি পদক ভারতের। তার মধ্যে দুটি মনুর সৌজন্যেই। তাঁকে নিয়ে হই-হুল্লোর হবে সেটাই স্বাভাবিক। মনু ভাকেরের খেলায় কি তার প্রভাব পড়েছে? মনু বলছেন, ‘আমি সোশ্যাল মিডিয়া, ফোন থেকে দূরেই ছিলাম। সুতরাং, আমাকে নিয়ে কী চলছে এসব নিয়ে ভাবিনি। আজকের ম্যাচ শেষেই আমার মনে হয়েছিল, পরের অলিম্পিকের ভাবনা শুরু করতে হবে। ব্রেকফাস্ট করে রেঞ্জে চলে এসেছি, সন্ধ্যায় ফিরে লাঞ্চ করেছি। সেই পরিশ্রমটা এই ইভেন্টে কাজে লাগাতে পারলাম না।’

দেশের প্রত্যেককে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতীয় অলিম্পিক সংস্থার কর্তা, সকলকেই কৃতজ্ঞতা জানিয়েছেন মনু। মায়ের জন্য তাঁর বিশেষ বার্তা, ‘তোমার সমস্ত ত্যাগের জন্য কোনও কথাই যথেষ্ট নয়। খুব ভালো থাকো, সুস্থ থাকো। লস অ্যাঞ্জেলস অলিম্পিকে (LA2028) আশা করি আরও ভালো পারফর্ম করতে পারব।’

মনু ভাকেরের মা-বাবা কী বলছেন? মেয়ে জোড়া অলিম্পিক পদক নিয়ে ফিরছেন। তৃতীয় পদকের লড়াইতেও সর্বস্ব দিয়েছেন। তাঁর মা বলছেন, ‘মেয়েকে নিয়ে কতটা খুশি কথায় বোঝাতে পারব না। মা হিসেবে আমি গর্বিত। তোমাকে অনেক ভালোবাসা মনু। ঘরে ঘরে মনুর মতো মেয়ে জন্ম নিক আমি তো এটাই চাইব।’

Next Article