প্যারিস অলিম্পিক শেষ। এ বারের অলিম্পিকে ৬টি পদক জিতেছে ভারত। অলিম্পিকের মঞ্চে ভারতের সেরা পারফরম্যান্স ছিল টোকিওতে। গত অলিম্পিকে সাতটি পদক এনেছিল ভারত। ২০১২ লন্ডন অলিম্পিকে ছিল আধডজন পদক। এ বারও তাই। একটা সোনার পদকের খুব কাছে ছিল ভারত। ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠেছিলেন বিনেশ ফোগাট। যদিও ফাইনালের আগে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থাকায় বাতিল করা হয়। স্বাভাবিক ভাবেই হতাশায় ভেঙে পড়েন বিনেশ ফোগাট। এ বার কি রাজনীতিতে যোগ দিতে চলেছেন? বড় দাবি হরিয়ানার এক নেতার।
হরিয়ানা বিজেপির প্রধান মোহনলাল বডোলি এক সাংবাদিক সম্মেলনের সময় জানান, বিনেশ ফোগাট ভোটে দাঁড়াতে পারেন। এমন সম্ভাবনা প্রবল বলেই জানান তিনি। বিনেশ ফোগাট রাজী হবেন কিনা, সেটার উপরও অনেক কিছু নির্ভর করবে। মোহনলাল জানিয়েছেন, বিনেশের সঙ্গে আলোচনা হবে এই বিষয়ে। সে সময় বিনেশ যদি ইচ্ছা প্রকাশ করেন। ফলে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
খেলোয়াড়দের রাজনীতিতে যোগ দেওয়া নতুন নয়। অনেক ক্রীড়াবিদই রাজনীতিতে এসেছেন। ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন বিনেশ ফোগাট। কিন্তু নিয়মের বেড়াজালে ফাইনালে নামাই হয়নি। হতাশায় কুস্তিকে বিদায় জানিয়েছেন। ফলে তাঁর রাজনীতিতে যোগ দেওয়া বা নতুন ভবিষ্যতের এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।