Paris 2024, Shooting: প্যারিসের শুটিং রেঞ্জ থেকে সুখবর, পদকের স্বপ্ন দেখাচ্ছেন বছর কুড়ির রমিতা

Jul 28, 2024 | 2:28 PM

Paris Olympics 2024: রবিবার প্যারিসের শুটিং রেঞ্জে মেয়েদের ১০ মিটার ব্যক্তিগত এয়ার রাইফেলে ভালো শুরু করেছিলেন এলাভেনিল ভালারিভান। কিন্তু শেষ রাউন্ডে ছিটকে গেলেন। আর পাঁচ নম্বরে শেষ করে ওই ইভেন্টের ফাইনালে উঠলেন রমিতা।

Paris 2024, Shooting: প্যারিসের শুটিং রেঞ্জ থেকে সুখবর, পদকের স্বপ্ন দেখাচ্ছেন বছর কুড়ির রমিতা
Paris 2024, Shooting: প্যারিসের শুটিং রেঞ্জ থেকে সুখবর, পদকের স্বপ্ন দেখাচ্ছেন বছর কুড়ির রমিতা
Image Credit source: X

Follow Us

কলকাতা: ভারতীয় শুটার মনু ভাকের কিছুক্ষণ পরই প্যারিস গেমসের শুটিং রেঞ্জে নামবেন। পদকের ম্যাচে খেলবেন তিনি। ভারতীয় সময় অনুযায়ী তাঁর ইভেন্ট শুরু হবে বিকেল ৩.৩০ মিনিটে। মনুর হাত ধরেই প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024) থেকে প্রথম পদকের স্বপ্ন বুঁনতে শুরু করেছে দেশবাসী। অলিম্পিকের অফিসিয়াল প্রথম দিন মনু (Manu Bhaker) ছাড়া বাকি শুটাররা হতাশ করেছিলেন। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্ট থেকে শুরু করে পুরুষদের ব্যক্তিগত ১০ মিটার এয়ার পিস্তলেও হতাশার খবর এসেছিল। রবিবার অবশ্য তেমন হতাশার খবর আসছে না প্যারিস থেকে। বরং শুটিং থেকে এসেছে সুখবর। ফাইনালে উঠেছেন ভারতের আর এক মহিলা শুটার।

আজ, রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত বিভাগে নেমেছিলেন রমিতা জিন্দাল ও এলাভেনিল ভালারিভান। দুই মেয়েই পরের রাউন্ডে যাওয়ার মতো পারফর্ম করেছিলেন। কিন্তু শেষ অবধি এলাভেনিল পারলেন না। তবে শুটিং থেকে ভারতকে পদকের স্বপ্ন দেখাতে শুরু করেছেন বছর কুড়ির রমিতা।

রবিবার প্যারিসের শুটিং রেঞ্জে মেয়েদের ১০ মিটার ব্যক্তিগত এয়ার রাইফেলে ভালো শুরু করেছিলেন এলাভেনিল ভালারিভান। কিন্তু শেষ রাউন্ডে ছিটকে গেলেন। এলাভেনিল ভালারিভান পরপর দু’টো সিরিজে রমিতার থেকে ভালো পারফর্ম করেছিলেন। এরপর খানিকটা পিছিয়ে পড়েন। শেষ অবধি ৬৩০.৭ পয়েন্ট অর্জন করে ১০ নম্বরে শেষ করেন এলাভেনিল। অন্যদিকে পাঁচ নম্বরে শেষ করে ফাইনালে উঠলেন রমিতা। তিনি অর্জন করেন মোট ৬৩১.৫ পয়েন্ট। আগামিকাল দুপুরে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনাল।

Next Article