ক্রিকেট খেলার প্রতি এতটাই আবেগ ছিলেন যাঁরা পরবর্তীতে তাঁরাই হয়েছেন তাঁদের দেশের সফল ক্রিকেটার। দেশ-বিদেশে এমন একাধিক ক্রিকেটার রয়েছেন, যাঁদের পেশাদার ডিগ্রি থাকার পরও তাঁরা ক্রিকেটকেই নিজেদের কেরিয়ার বানিয়েছেন।
রবিচন্দ্রন অশ্বিন - ভারতের সিনিয়র তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন এই তালিকায়। অশ্বিন পদ্মশেশাদ্রি বালা ভবন ও সেন্ট বেদেস অ্যাংলো ইন্ডিয়ান উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা করেছিলেন। তারপর শ্রী শিবাসুব্রামনিয়া নাদার কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে তথ্য প্রযুক্তিতে বি টেক ডিগ্রি অর্জন করেছিলেন। শোনা গিয়েছে, তিনি ক্রিকেটকে পূর্ণ সময়ের পেশা হিসেবে বেছে নেওয়ার আগে কগনিজেন্ট টেকনোলজি সলিউশনে কাজও করেছিলেন।
অনিল কুম্বলে - ভারতের কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলেও অনেক দূর পড়াশোনা করেছেন। জানা গিয়েছে, তিনি ন্যাশনাল প্রি-ইউনিভার্সিটি কলেজ বাসভানাগুড়ি থেকে দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রীয় বিদ্যালয় কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে বিই ডিগ্রি পান। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়েছিলেন তিনি।
মাইক ব্রিয়ারলি - ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক ব্রিয়ারলিও অনেক পড়াশোনা করেছিলেন। তিনি ১৯৬১-১৯৬৮ সাল অবধি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধিনায়ক ছিলেন। প্রথমে তিনি ক্লাসিক্যাল ও মোরাল সায়েন্সে স্নাতক হন। এরপর তিনি স্নাতকোত্তরের পড়াশোনাও করেন। মাইক ব্রিয়ারলি মেধাবী ছাত্র ছিলেন। তারপরও ক্রিকেটকেই পেশা হিসেবে বেছেছিলেন। ক্রিকেট খেলা ছাড়ার পর তিনি ফিজিয়োথেরাপিস্ট, মোটিভেশনাল স্পিকার, পার্ট টাইম ক্রিকেট জার্নালিস্ট হিসেবে কাজ করেছেন।
জাভাগাল শ্রীনাথ - ভারতের প্রাক্তন তারকা বোলার জাভাগাল শ্রীনাথ দেশের একমাত্র ফাস্ট বোলার যিনি ওয়ান ডে-তে ৩০০টি উইকেট নিয়েছেন। তিনি মারিমল্লাপ্পা উচ্চ বিদ্যলয়ে পড়াশোনা করেছিলেন। মহীশূরের শ্রী জয়চামরাজেন্দ্র কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করেছিলেন।
মিসবা উল হক - পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবা উল হক পড়াশোনায় ভালো ছিলেন। তিনি ফয়সলাবাদে বিএসসি পড়াশোনা পূর্ণ করেছিলেন। গণিত ও পদার্থবিদ্যায় তাঁর বিএসসি ডিগ্রি ছিল। তিনি পরবর্তীতে লাহোরের ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি থেকে এমবিএ করেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় - টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতার সেন্ট জেভিয়ার্স কলিজিয়েট স্কুলে পড়াশুনা করেছিলেন। তারপর তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কমার্সে গ্র্যাজুয়েশন পূর্ণ করেছিলেন। কিন্তু তারপরও ক্রিকেটকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।
সচিন তেন্ডুলকর - দেশের কিংবদন্তি সচিন তেন্ডুলকর ক্লাস টুয়েলভ অবধি পড়াশোনা করেছেন। তাঁর মতো বিরাট কোহলিরও ধ্যান জ্ঞান ছিল ক্রিকেট। যে কারণে আর বেশিদূর পড়াশুনা করা হয়নি তাঁদের।