জেনেভা: ৩০ মে শুরু ফরাসি ওপেন (French Open)। তার আগে খুব একটা আত্মবিশ্বাসী দেখাচ্ছে না রজার ফেডেরারকে (Roger Federer)। মার্চ মাসে দুবাই ওপেন (Dubai Open) খেলতে নেমে হাঁটুর চোটে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। দু’মাস পর কোর্টে ফিরে খুব একটা স্বস্তিতে নেই। জেনেভায় (Geneva) প্রথম ম্যাচ খেলতে নেমেই হেরে গিয়েছেন পাবলো আন্দ্রুজার কাছে। দ্বিতীয় সেটে কিছু ঘুরে দাঁড়ানোর লড়াই করেছিলেন ঠিকই, কিন্তু তা যথেষ্ট ছিল না। আর তাই ক্লে কোর্টের ফরাসি ওপেন নিয়ে খুব বেশি ভাবছেন না ফেডেরার।
No win, but some great shots and some useful match time for @rogerfederer in Geneva…
See you soon, Roger! ? pic.twitter.com/9bEej5ylH7
— Tennis TV (@TennisTV) May 18, 2021
৩৯ বছরের সুইশ তারকা বলেছেন, ‘যখন কেউ কম খেলে, কোথায় সে দাঁড়িয়ে আছে, খুব ভালো করে বুঝতে পারে, তখন সে খুব একটা আত্মবিশ্বাসী হতে পারে না। এখানে আমার ম্যাচ দেখার পর কী করে ফরাসি ওপেন জেতার স্বপ্ন দেখব? বাস্তবের মাটিতে দাঁড়িয়েই স্বপ্ন দেখা উচিত। আমি যদি নিজের ফর্মের কথা ভাবি, তা হলে এটা বলতেই হবে যে, ফরাসি ওপেন জেতার মতো জায়গায় একদমই নেই।’
গত দুটো বছর চোট আঘাতেই বেশি কেটেছে ফেডেরারের। নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করেছেন যখনই, তখনই চোটের কারণে মুশকিলে পড়েছেন। আর তাই তাড়াহুড়ো করতে চান না তিনি। বরং ধীরে ধীরে ছন্দ ফিরে পাওয়াটাই লক্ষ্য তাঁর। ফেডেরারের কথায়, ‘দুনিয়ায় অবাক করা ঘটনা অনেক সময়ই ঘটে। কিন্তু ফরাসি ওপেনের ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, চল্লিশ বছরের কোনও প্লেয়ার, যে নিজে একটা বছর সেই অর্থে কোর্টে থাকতে পারেনি, সে নেমেই চ্যাম্পিয়ন হয়ে যাবে, এমন হয় না!’
ফেডেরার অবশ্য সামনে তাকিয়ে এগোতে চাইছেন। ফরাসি ওপেনে সেরাটা দিতে না পারলেও পরের গ্র্যান্ড স্লামগুলোতে যাতে সেরাটা দেওয়া যায়, তার চেষ্টা করবেন। আশাবাদী ফেডেরার বলেছেন, ‘টুর্নামেন্ট খেলার থেকে বড় ব্যাপার হল, প্র্যাক্টিসে ফেরা। ভালো প্লেয়ারদের বিরুদ্ধে খেলা। তাতে দ্রুত নিজের ছন্দ ফিরে পাওয়া যায়। ম্যাচটা হারের পর আমার মনে হচ্ছিল, আমি এর থেকে অনেক ভালো খেলতে পারি। এই অনুভূতিটাই আমাকে হতাশ করছে ঠিকই, কিন্তু একটা তাগিদও তৈরি করছে। সেই কারণেই আমার মনে হচ্ছে, ড্রইং বোর্ডের সামনে আবার বসতে হবে আমাকে। নিজের পরিকল্পনা ঠিক করে নিতে হবে। সেই মতো তৈরি করতে হবে। যাতে আগামী টুর্নামেন্টগুলোয় ভালো ফল করতে পারি।’
আরও পড়ুন: আরও ৩ বার জন্ম নিলে কি করতে চান মহারাজ?