ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই তিনি অনুপ্রেরণামূলক পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর ভক্তরা সেগুলি উপভোগ করার পাশাপাশি সেখান থেকে শিক্ষাও নেয় অনেক সময়। টুইটারে এমনই একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন সচিন। যেখানে দেখা যাচ্ছে প্রতিবন্ধী এক ব্যক্তি পা দিয়ে ক্যারাম (Carrom) খেলছেন। যা দেখে উচ্ছ্বসিত সচিনও।
ভিডিওটির ক্যাপশনে সচিন লেখেন, “অসম্ভব ও সম্ভবের মধ্যে দৃঢ় সংকল্প নেওয়ার পার্থক্য। হর্ষদ গোথঙ্কর তার জীবনের মূলমন্ত্র হিসেবে বেছে নিয়েছেন আমার পক্ষে সম্ভব (আই-এম-পসিবল)। তাঁর অনুপ্রেরণার প্রতি ভালোবাসা, তিনি এমন একটি জিনিস করে দেখালেন যা আমরা সকলেই তাঁর কাছ থেকে শিখতে পারি।”
The difference between impossible & POSSIBLE lies in one’s determination.
Here's Harshad Gothankar who chose i-m-POSSIBLE as his motto.Love his motivation to find ways to make things possible, something that we can all learn from him. #MondayMotivation pic.twitter.com/Cw6kPP4uUz
— Sachin Tendulkar (@sachin_rt) July 26, 2021
সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে এই ভিডিও (viral video)। সচিনের প্রচুর ভক্ত পোস্টটিতে কমেন্ট করে সমর্থন জানিয়েছেন।
Motivation for life! Total respect..
He should be Para Olympics Gold Medallion whenever category of Carom inducted. #Carrom
— Yuvaraj (@YuvaUV) July 26, 2021
এক ব্যক্তি তো হর্ষদ গোথঙ্করকে প্যারালিম্পিকে (ক্যারাম খেলা যুক্ত হলে) সোনার পদক পাওয়ার যোগ্যও বলেছেন। পা দিয়ে ক্যারাম খেলা ওই ব্যক্তির দক্ষতা চমকে দিয়েছে মাস্টার ব্লাস্টারসহ প্রচুর নেটিজ়েনদের।
আরও পড়ুন: IND vs SL 2nd T20 Preview: আজই সিরিজ জেতার লক্ষ্যে নামবেন ধাওয়ানরা