AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Australian Open 2022: নাদালকে ২১তম গ্র্যান্ড স্লামের শুভেচ্ছায় ভরিয়েছেন সচিন-লক্ষ্মণরা

দেখে নিন টুইটারে নাদালকে শুভেচ্ছাবার্তা দিতে গিয়ে কী লিখলেন ভিভিএস লক্ষ্মণ-বীরেন্দ্র সেওয়াগরা...

Australian Open 2022: নাদালকে ২১তম গ্র্যান্ড স্লামের শুভেচ্ছায় ভরিয়েছেন সচিন-লক্ষ্মণরা
রাফায়েল নাদাল। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Jan 31, 2022 | 9:06 PM
Share

নয়াদিল্লি: মেলবোর্ন পার্কে রাফায়েল নাদালের (Rafael Nadal) ২১তম গ্র্য়ান্ড স্লামের লড়াইয়ে টেনিস বিশ্বের মহারথীরা যেমন চোখ রেখেছিলেন, তেমনই রাফার কীর্তিতে নজর ছিল ভারতের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের। টিম ইন্ডিয়ার (Team India) কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে রবিচন্দ্রন অশ্বিনরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাফাকে। দেখে নিন টুইটারে নাদালকে শুভেচ্ছাবার্তা দিতে গিয়ে কী লিখলেন ভিভিএস লক্ষ্মণ-বীরেন্দ্র সেওয়াগরা…

সচিন তেন্ডুলকর – এক্কেবারে অসাধারণ। অন্তত বলতেই হয় এটা আশ্চর্যজনক। দুটো সেটে পিছিয়ে থেকে, সেখান থেকে ফিরে আসা এবং ২১তম গ্র্যান্ড স্লাম জেতা অবিশ্বাস্য। অভিনন্দন রাফায়েল নাদাল।

বীরেন্দ্র সেওয়াগ – রাফায়েল হলেন আগুন। কী অবিশ্বাস্য প্রত্যাবর্তন। দুর্দান্ত চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।

ভিভিএস লক্ষ্মণ – যতক্ষণ না শেষ অবধি শেষ হচ্ছে, ততক্ষণ এটার শেষ নেই। দুটো সেটে পিছিয়ে থেকে কামব্যাক করা এবং গ্র্যান্ড স্টাইলে একটা বিশাল চেষ্টার প্রমাণ দেয়। ২১তম গ্র্যান্ড স্লামের রেকর্ড গড়ার জন্য এবং দুরন্ত স্টাইলে অস্ট্রেলিয়ান ওপেন জেতার জন্য অভিনন্দন রাফায়েল নাদাল।

রবিচন্দ্রন অশ্বিন – গ্রেট ম্যান রাফার থেকে এই দৃঢ়তাই কাম্য।

হনুমা বিহারি – কিং রাফায়েল নাদালের ২১তম গ্র্যান্ড স্লাম। কিংবদন্তি।

আরও পড়ুন: Australian Open 2022: দেখুন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নাদাল-বার্টির ফটোশুটের কিছু ছবি