সুইস ওপেনের সেমিফাইনালে সিন্ধু, শ্রীকান্ত

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: arunava roy

Mar 06, 2021 | 1:54 PM

তাইল্যান্ডের বুসনান ওঙ্গামরুংফানকে স্ট্রেট গেমে হারিয়েছেন সিন্ধু (PV Sindhu)। ছেলেদের ডাবলসে অবশ্য লড়াইটা কঠিন ছিল চিরাগ-সাত্বিকের (Satwiksairaj Rankireddy and Chirag Shetty)।

সুইস ওপেনের সেমিফাইনালে সিন্ধু, শ্রীকান্ত
সুইস ওপেনের সেমিফাইনালে সিন্ধু, শ্রীকান্ত

Follow Us

বাসেল: সুইস ওপেনের (Swiss Open) সেমিফাইনালে পিভি সিন্ধু (PV Sindhu) ও কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)। ছেলেদের ডাবলসে শেষ চারে পা দিলেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেঠী (Satwiksairaj Rankireddy and Chirag Shetty) জুটি। মিক্সড ডাবলসে অবশ্য সেমিফাইনালে উঠতে পারেননি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-অশ্বিনী পোনাপ্পারা।

আরও পড়ুন: India vs England 4th Test, Day 3 LIVE Score: অশ্বিন-অক্ষরের ঘূর্ণিতে বেসামাল ইংল্যান্ড

তাইল্যান্ডের বুসনান ওঙ্গামরুংফানকে স্ট্রেট গেমে হারিয়েছেন সিন্ধু। ২১-১৬ জেতেন প্রথম গেম। পরের গেমে বুসনান কিছুটা লড়াই করলেও সিন্ধুকে থামাতে পারেননি। ভারতীয় শাটলার ২৩-২১ জিতে নেন গেমটা। ছেলেদের সিঙ্গলসে তাইল্যান্ডেরই কান্টাফোন ওয়াংচারোনকে ২১-১৯, ২১-১৫ হারিয়েছেন শ্রীকান্ত। তাঁর পরবর্তী প্রতিপক্ষ ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসন।

আরও পড়ুন: ১৪ মাস পর কোর্টে ফিরছেন ফেডেরার

সিন্ধু সেমিফাইনালে খেলবেন মিয়া ব্লিচফিল্ডের বিরুদ্ধে। টুর্নামেন্টের চতুর্থ বাছাই মিয়ার বিরুদ্ধে এর আগে ৩ বার হেরেছেন সিন্ধু। হারিয়েছেন একবার। সম্প্রতি তাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডে মিয়ার কাছে হেরে ছিটকে গিয়েছিলেন ভারতীয় শাটলার। অন্য গ্রুপ থেকে সেমিফাইনালে পৌঁছেছেন স্পেনের ক্যারোলিনা মারিন। মিয়াকে হারাতে পারলেই তাঁর মুখে পড়তে হতে পারে সিন্ধুকে।

আরও পড়ুন: ২২ গজে বীরুর ব্যাট এখনও ঝড় তোলে

ছেলেদের ডাবলসে অবশ্য লড়াইটা কঠিন ছিল চিরাগ-সাত্বিকের। মালয়েশিয়ান জুটির বিরুদ্ধে প্রথম গেমটা ১২-২১ হেরেছিলেন তাঁরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২১-১৯, ২১-১২ জিতে নেন ম্যাচ। সুইস ওপেনের শেষ চারে তাঁরা খেলবেন ডেনমার্কের জুটি কিম অ্যাসট্রুপ-আন্দ্রেস স্কারুপের বিরুদ্ধে।

Next Article