সাউদাম্পটন: টিম ইন্ডিয়ার (Team India) কড়া কোয়ারান্টিন বিধি খানিকটা শিথিল হল। আজ, বৃহস্পতিবার এজিয়াস বোলে একসঙ্গে অনুশীলনে নেমে পড়ল ভারতীয় দল। ইংল্যান্ডে (England) পৌঁছনোর ৫ দিন পর একসঙ্গে অনুশীলনের অনুমতি পেলেন কোহলি-রাহানেরা। তবে এর আগে বিভিন্ন সময়ে ব্যাক্তিগতভাবে ক্রিকেটাররা অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। রবীন্দ্র জাডেজা সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুশীলনের ছবি তুলে ধরেছিলেন।
আজ, বিসিসিআই (BCCI) টুইটারে বিরাটদের অনুশীলনের এক ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লেখে, “আমরা প্রথম দলগত অনুশীলন করলাম। সকলের উত্তেজনা তুঙ্গে রয়েছে। টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি জোরকদমে চলছে।” ভিডিয়োতে দেখা গেছে, বিরাট-রোহিত-পূজারা-পন্থ তাঁদের ব্যাটিং ঝালাই করছেন। পাশাপাশি বোলিং বিভাগের অনুশীলনের ঝলকও দেখা গেছে। ইশান্ত শর্মা, জশপ্রীত বুমরা, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিনের পাশাপাশি মহম্মদ সিরাজও নেটে বোলিং করেছেন। নেটে অনুশীলনের পাশাপাশি ফিল্ডিং করতেও দেখা গেছে শুভমন গিলদের। আরও দেখা গেছে ভারতের ফিল্ডিং কোচ শ্রীধর, তাঁর ছাত্রদের বেশি স্লিপ ক্যাচে বেশি গুরুত্ব দিতে বলেছেন।
We have had our first group training session and the intensity was high ?#TeamIndia's ?? preparations are on in full swing for the #WTC21 Final ? pic.twitter.com/MkHwh5wAYp
— BCCI (@BCCI) June 10, 2021
ভারতীয় তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ইন্সটাগ্রামে, নিজের একটি বোলিংয়ের ভিডিয়ো শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “স্কুলে ফিরে এলাম।”
১৮ জুন থেকে শুরু হবে WTC ফাইনাল। সাউদাম্পটনের টিম হোটেলে কড়া কোয়ারান্টিন কাটিয়ে, একসঙ্গে মাঠে নামার সুযোগ পেয়েছেন বিরাট-রোহিতরা। এই ফাইনালের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। হাইভোল্টেজ ম্যাচে বাজিমাত করে, কারা হবে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন তার উত্তর মিলবে আর মাত্র কয়েকদিন পরই।
আরও পড়ুন: দ্য হান্ড্রেডের জন্য মুখিয়ে আছেন হ্যারি