বন্দিদশায় তিতিবিরক্ত ভারতীয় ক্রিকেটাররা

আইপিএল খেলার সময় থেকে জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন বুমরা-রাহুলরা। ৬ মাসের কাছাকাছি কোয়েরান্টাইনে থেকে নাজেহাল ক্রিকেটাররা। 

বন্দিদশায় তিতিবিরক্ত ভারতীয় ক্রিকেটাররা
৬ মাসের কাছাকাছি কোয়েরান্টাইনে থেকে নাজেহাল বুমরা-রাহানেরা। ছবি-বিবিসিআই।
Follow Us:
| Updated on: Jan 04, 2021 | 2:05 PM

TV9 বাংলা ডিজিটাল: হোটেল, মাঠ আর সুরক্ষা বলয়, এই এখন রাহানে-রোহিতদের জীবন। যা নিয়ে রীতিমতো বিরক্ত ক্রিকেটাররা। প্রকাশ্যে না হলেও, কেউ কেউ এ নিয়ে ঘনিষ্ঠমহলে অভিযোগও করছেন। আসলে বন্দিদশা মানসিক ভাবে বিপর্যস্ত করে তুলেছে ক্রিকেটারদের জীবন।

করোনা পরবর্তী নিউ নর্মালে খেলাধূলায় অনেক বাধ্যবাধকতা এসেছে। যে কোনও ম্যাচের আগে খেলোয়াড়দের বাধ্যতামূলক কোয়েরান্টাইনে যেতে হয়। থাকতে হয় জৈব সুরক্ষা বলয়ে। প্রায় ২ মাসের কাছাকাছি অস্ট্রেলিয়া সফরে রয়েছে ভারতীয় দল। কোভিড বিধি মেনে নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে হচ্ছে ক্রিকেটারদের। হোটেলবন্দি জীবনযাপনে রীতিমতো বিরক্ত ভারতীয় ক্রিকেটাররা।

আরও পড়ুন:পেলেকে টপকালেন রোনাল্ডো

এক ভারতীয় ক্রিকেটার বিরক্তি প্রকাশ করে বলেছেন, ‘আমরা চিড়িয়াখানার পশু নই’। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার সিরিজ দেখার জন্য সীমিত সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি আগেই দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এখানেই আপত্তি তোলেন সেই ভারতীয় ক্রিকেটার। তাঁর দাবি, দর্শকরা যদি স্বাধীনভাবে মাঠে এসে খেলা দেখতে পারেন, তাহলে ক্রিকেটাররা কোভিড নেগেটিভ হয়েও কেন হোটেলবন্দি থাকবেন দিনের পর দিন। তাঁরা চিড়িয়াখানার কোনও পশু নন যে, দর্শকরা তাঁদের খেলা দেখবেন আর খেলা শেষের পর ক্রিকেটাররা হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন। যদি ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে থাকতে হয়, তাহলে অস্ট্রেলিয়ার নাগরিকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য করার দাবি তুললেন সেই ক্রিকেটার।

আরও পড়ুন:রোহিত-রাহানের জন্য পরিকল্পনা তৈরি অস্ট্রেলিয়ার

মেলবোর্নে রোহিত শর্মা-শুভমন গিলদের রেস্তোরাঁয় খাওয়ার ভিডিও প্রকাশ্যে আসার পরই এমন বিরক্তি প্রকাশ করেন সেই ক্রিকেটার।  ব্রিসবেনে চতুর্থ টেস্ট শুরুর আগে ইতিমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিক্যাল টিম নির্দেশিকা জারি করে, ক্রিকেটাররা হোটেলে নিজেদের ঘর ছেড়ে বেরোতে পারবেন না। টিম ইন্ডিয়ার ম্যানেজম্যান্ট অবশ্য সেই নির্দেশিকা মানতে নারাজ। আইপিএল খেলার সময় থেকে জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন বুমরা-রাহুলরা। ৬ মাসের কাছাকাছি কোয়েরান্টাইনে থেকে নাজেহাল ক্রিকেটাররা।