সুশীল ষড়যন্ত্রের শিকার, বলছেন আইনজীবী

May 26, 2021 | 7:51 PM

সুশীলের আইনজীবীর বক্তব্য, এর পিছনে যে বা যারাই থাকুন না কেন, আদালতে ঠিক প্রমাণ হয়ে পড়বে।

সুশীল ষড়যন্ত্রের শিকার, বলছেন আইনজীবী
সৌজন্যে-টুইটার

Follow Us

নয়াদিল্লি: সাগর ধনকড় খুনে সুশীল কুমার সিংকে (Sushil Kumar) ফাঁসানো হয়েছে। এমনই বলছেন তাঁর আইনজীবী বিএস জাখার (BS Jakhar)। ৫ মে ২৩ বছরের কুস্তিগিরের (Wrestler) মারা যাওয়ার সঙ্গে অপরাধ জগতেরও যোগ রয়েছে। এমন অভিযোগে যখন জেরবার সুশীল, তখন জাখার বলছেন, অভিযোগের অধিকাংশই ভিত্তিহীন। তাঁর কথায়, ‘দুই দল কুস্তিগিরদের ঝামেলা থামাতে গিয়েছিল সুশীল।

সেখানেই তিনজন চরম আহত হয়ে পড়ে। আহতরা কিন্তু প্রথমে সুশীলের নাম বলেনি। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছিল। তখনই ওই তিনজনের বয়ান নেয়, ওরা সুশীলের নাম বলেনি। এমনকি, পরে হাসপাতালে গিয়েও সুশীলের কথা বলেনি। তিন জনের মধ্যে একজন মারা যায়। তার পর হঠাত্‍ই পরিস্থিতি বদলে যায়।’

জাখারের কথাই যদি সত্যি হয়, তা হলে সুশীল পালিয়ে বেড়াচ্ছিলেন কেন? তিনি বলেছেন, ‘ঘটনাটা খতিয়ে দেখলেই কিন্তু ব্যাপারটা বোঝা যাবে। সুশীলই যদি পুলিশের নজরে অপরাধী হবে, তা হলে কেন শুরুতেই ওকে তদন্তের জন্য ডাকা হল না। তার বদলে ওর স্ত্রীকে সমন পাঠিয়েছিল পুলিশ। তার থেকেও আশ্চর্য হল, ১০ দিন সুশীল ফেরার, অথচ পুলিশ ওর জন্য লুকআউট নোটিশ বা জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেনি। করল ১০ দিন পর। আমার তো মনে হয়, ওকে ফাঁসানো হচ্ছে। সিসিটিভির যে ফুটেজের কথা বলা হচ্ছে, তাও কিন্তু এখনও দেখাতে পারেনি।’

সুশীলের আইনজীবীর বক্তব্য, এর পিছনে যে বা যারাই থাকুন না কেন, আদালতে ঠিক প্রমাণ হয়ে পড়বে।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে এ বার চরম বার্তা দিতে চলেছেন হরিমোহন বাঙ্গুর

Next Article