Tokyo Paralympics 2020: নিরাপদ জায়গায় সুরক্ষিতই আছেন ২ আফগান প্যারা-অ্যাথলিট

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 27, 2021 | 8:57 AM

আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির তরফ থেকে জানান হয়েছে,দুই আফগান অ্যাথলিট আপাতত সুরক্ষিত জায়গায় রয়েছেন।

Tokyo Paralympics 2020: নিরাপদ জায়গায় সুরক্ষিতই আছেন ২ আফগান প্যারা-অ্যাথলিট
Tokyo Paralympics 2020: নিরাপদ জায়গায় সুরক্ষিতই আছেন ২ আফগান প্যারা-অ্যাথলিট (সৌজন্যে-টুইটার)

Follow Us

টোকিও: আফগানিস্তানের (Afghanistan) দুই প্যারা অ্যাথলিটকে  (Para athlete) আপাতত সুরক্ষিত জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। তালিবান শাসনের জেরে টোকিও প্যারালিম্পিক (Tokyo Paralympics) থেকে সরে দাঁড়ান দুই আফগান অ্যাথলিট। দেশের সাম্প্রতিক অবস্থার জন্যই এই সিদ্ধান্ত নেন এই দুই প্যারা অ্যাথলিট। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির তরফ থেকে জানান হয়েছে,দুই আফগান অ্যাথলিট আপাতত সুরক্ষিত জায়গায় রয়েছেন।

তাইকোন্ডো অ্যাথলিট জাকিয়া খুদাদাদি (zakia khudadadi) এবং হোসেন রাসৌলির (hossain rasoul) প্যারালিম্পিকে অংশ নেওয়ার কথা ছিল। তালিবানরা কাবুল দখল করতেই প্যারালিম্পিক থেকে সরে দাঁড়াতে বাধ্য হন এই দুই অ্যাথলিট। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘সংহতি বজায় রাখতে উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আফগানিস্তানের পতাকা তুলে ধরেছি। দুই অ্যাথলিট আপাতত আফগানিস্তানের বাইরে। আমরা জানি, তারা কোথায় আছে। তবে প্রকাশ্যে জানাতে পারব না। তারা সুরক্ষিতই আছে।’

কাবুল থেকে সমস্ত বিমান বাতিল হওয়ায় প্যারালিম্পিকে অংশ নিতে পারেননি দুই আফগান অ্যাথলিট। তালিবানরা বিমানবন্দরসহ আফগানিস্তানের সর্বত্র দখলে নিয়েছে। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির তরফ থেকে এও জানান হয়, ‘তারা খেলায় অংশ নিল কিনা সেটা আমাদের প্রধান ফোকাস নয়। আমাদের ফোকাস হল, তারা সুরক্ষিত আছেন কিনা। তাদের স্বাস্থ্য ঠিকঠাক আছে কিনা। বিশ্বস্ত মানুষদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, কিভাবে ওই দুই অ্যাথলিটকে নিরাপদ রাখা যায়।’

তালিবান (Taliban) আফগানিস্তান দখলে নেওয়ার পর সে দেশের পরিস্থিতি উদ্বেগজনক হয়েছে। আফগানরা দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। গত মঙ্গলবার আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির তরফ থেকেই উদ্বোধনী অনুষ্ঠানে আফগানিস্তানের পতাকা বহন করা হয়।

আরও পড়ুন: Tokyo Paralympics 2020: প্যারালিম্পিকের স্বপ্ন কাড়ল তালিবান

Next Article