পদকের সংখ্যায় লন্ডনকে ছুঁয়ে ফেলল টোকিও। ছেলেদের কুস্তিতে ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া (Bajrang Punia)। কাজাখাস্তানের (Kyrgyzstan) দাউলেত নিয়াজবেকোভকে (Daulet Niyazbekov) ৮-০ ব্যবধানে হারালেন বজরং।
কাজাখাস্তানের প্রতিপক্ষকে ব্রোঞ্জ পদকের বাউটে কার্যত দাঁড়াতেই দেননি বরজং। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে কাজাখাস্তানের কুস্তিগিরের কাছে সেমিফাইনালে হারতে হয়েছিল বজরংকে। সেই হারের বদলা ভারতীয় কুস্তিগীর (Indian wrestler ) বজরং নিলেন অলিম্পিকের মঞ্চে।
News Flash:
Bajrang Punia wins Bronze medal.
Bajrang BEAT reigning World Silver medalist Daulet Niyazbekov 8-0.
Its 6th medal for India at Tokyo ? #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/XFf5NAB2Ha— India_AllSports (@India_AllSports) August 7, 2021
কেডি যাদব, সুশীল কুমার, যোগেশ্বর দত্ত, সাক্ষী মালিক এবং রবি কুমার দাহিয়ার পর বজরং পুনিয়া ছ’নম্বর ভারতীয় কুস্তিগীর, যিনি অলিম্পিক থেকে দেশকে পদক এনে দিলেন।
বজরংয়ের আগে টোকিও অলিম্পিক থেকে কুস্তিতে রুপো অর্জন করেছেন রবি কুমার দাহিয়া।
অলিম্পিকের আরও খবর পড়তে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০