তিরুবনন্তপুরম: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ব্রোঞ্জ পদক অর্জন করে ৪১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে ভারতীয় পুরুষ হকি দলের (Indian Men’s hockey team) সদস্যরা। সেই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, গোলকিপার পিআর শ্রীজেশ (PR Sreejesh) এ বার পুরস্কার পাচ্ছেন সংযুক্ত আরব আমিরশাহির এক শিল্পপতির কাছ থেকে। আজ, সোমবার আমিরশাহিতে থাকা এক ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি জানিয়েছেন, তিনি শ্রীজেশকে ১ কোটি টাকা আর্থিক পুরস্কার দেবেন।
ভিপিএস হেলথকেয়ারের কর্ণধার ড. শামসের ভায়ালিল (Shamsheer Vayalil) টুইটারে লেখেন, “অলিম্পিকে ভারতীয় হকি দলের ব্রোঞ্জ জয়ের নেপথ্যে গোলকিপার পিআর শ্রীজেশের বড় ভূমিকা রয়েছে। আমরা তাঁর অবদানের কথা চিরকাল মনে রাখব। পাশাপাশি আনন্দের সঙ্গে আমরা তাঁকে এক কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করছি।”
Goalkeeper PR Sreejesh played a crucial role in helping the Indian hockey team secure bronze at the Olympics. We acknowledge his contributions and are pleased to announce a cash reward of Rs. 1 crore for him. @16Sreejesh pic.twitter.com/etJ63VmDwu
— Dr. Shamsheer Vayalil (@drshamsheervp) August 9, 2021
ড. শামসের ভায়ালিল জন্মসূত্রে কেরালার। ভারতের হকি দলের গোলকিপার শ্রীজেশও কেরালার ছেলে। এই পুরস্কার তাই এক মালয়ালির যেন আর এক মালয়ালিকে দেওয়া। দুবাই থেকে শ্রীজেশের সঙ্গে যোগাযোগও করেন শামসের। জানান পুরস্কারের ব্যাপারেও। শ্রীজেশ জানান, এক মালয়ালির কাছ থেকে পাওয়া পুরস্কার তাঁর কাছে অমূল্য।
অলিম্পিকের আরও খবর পড়তে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০