Tokyo Olympics 2020: অসমের লভলিনার টোকিওর গল্প, দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 09, 2021 | 9:49 AM

টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) মেয়েদের বক্সিংয়ের ৬৯কেজি ওয়েল্টার ওয়েট বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন লভলিনা বোরগোহিন (Lovlina Borgohain)। তিনি তৃতীয় ভারতীয় বক্সার যিনি অলিম্পিকে পদক অর্জন করলেন। মাত্র ৯ বছর আগে বক্সিং শুরু করেই অলিম্পিকে পদক। ভবিষ্যৎে ফের সোনার জন্য ঝাঁপাবেন এখনই জানিয়ে দিয়েছেন অসমের মেয়ে। ছবিতে দেখুন লভলিনার টোকিও সফর...

1 / 4
টোকিও অলিম্পিকে বক্সিংয়ে (Boxing) মেয়েদের ওয়েল্টার ওয়েট বিভাগের (৬৯ কেজি) প্রিকোয়ার্টার ফাইনালে জার্মানির নাদিন আপেৎজকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন লভলিনা বোরগোহিন (Lovlina Borgohain)।

টোকিও অলিম্পিকে বক্সিংয়ে (Boxing) মেয়েদের ওয়েল্টার ওয়েট বিভাগের (৬৯ কেজি) প্রিকোয়ার্টার ফাইনালে জার্মানির নাদিন আপেৎজকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন লভলিনা বোরগোহিন (Lovlina Borgohain)।

2 / 4
টোকিও অলিম্পিকে বক্সিংয়ে মেয়েদের ওয়েল্টার ওয়েট বিভাগের (৬৯ কেজি) কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ চাইনিজ তাইপের নিয়েন চিন চেনকে ৪-১ ফলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন লভলিনা।

টোকিও অলিম্পিকে বক্সিংয়ে মেয়েদের ওয়েল্টার ওয়েট বিভাগের (৬৯ কেজি) কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ চাইনিজ তাইপের নিয়েন চিন চেনকে ৪-১ ফলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন লভলিনা।

3 / 4
টোকিও অলিম্পিকে বক্সিংয়ে মেয়েদের ওয়েল্টার ওয়েট বিভাগের (৬৯ কেজি) সেমিফাইনালে তুরস্কের বক্সার বুসানেজ সুরমেনেলির বিরুদ্ধে ৫-০ ব্যবধানে হেরে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট হতে হয় লভলিনাকে।

টোকিও অলিম্পিকে বক্সিংয়ে মেয়েদের ওয়েল্টার ওয়েট বিভাগের (৬৯ কেজি) সেমিফাইনালে তুরস্কের বক্সার বুসানেজ সুরমেনেলির বিরুদ্ধে ৫-০ ব্যবধানে হেরে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট হতে হয় লভলিনাকে।

4 / 4
 অসমের মেয়ে লভলিন বোরগোহিন ভারতের তৃতীয় বক্সার হিসেবে অলিম্পিক পদক অর্জন করেছেন।

অসমের মেয়ে লভলিন বোরগোহিন ভারতের তৃতীয় বক্সার হিসেবে অলিম্পিক পদক অর্জন করেছেন।

Next Photo Gallery