Tokyo Olympics 2020: ছবিতে দেখুন টোকিওয় সিন্ধুর সফরনামা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Aug 09, 2021 | 9:26 AM
টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক অর্জন করেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। রিও অলিম্পিকের পর টোকিও অলিম্পিকেও পদক অর্জন করে, পরপর দু'বার অলিম্পিক পদক জয়ী ভারতীয় অ্যাথলিট হিসেবে ইতিহাস গড়েন তিনি। এক নজরে দেখে নিন টোকিওয় সিন্ধুর সফরনামা...
1 / 6
টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইজরায়েলের কাসেনিয়া পলিকারপোভার বিরুদ্ধে ২১-৭, ২১-১০ ব্যবধানে জিতে টোকিও যাত্রা শুরু করেন পিভি সিন্ধু।
2 / 6
টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের চেয়ুং নানকে ২১-৯, ২১-১৬ ব্যবধানে হারিয়ে প্রিকোয়ার্টার ফাইনালে পৌঁছে যান পিভি সিন্ধু।
3 / 6
টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসের প্রিকোয়ার্টার ফাইনালে ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডকে ২১-১৫, ২১-১৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করেন পিভি সিন্ধু।
4 / 6
টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে জাপানের আকানে ইয়মাগুচিকে ২১-১৩, ২২-২০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যান পিভি সিন্ধু।
5 / 6
টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসের সেমিফাইনালে চাইনিজ তাইপেই তাই জু ইংয়ের কাছে ২১-১৮, ২১-১২ ব্যবধানে হেরে গিয়ে সোনা-রুপোর দৌড় থেকে ছিটকে যান পিভি সিন্ধু।
6 / 6
টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসের ব্রোঞ্জ পদক ম্যাচে চিনা প্রতিপক্ষ হে বিংজাওকে ২১-১৩, ২১-১৫ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু।