Tokyo Paralympics 2020: নিশাদের রুপোয় ভারতের দ্বিতীয় পদক

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 29, 2021 | 5:48 PM

প্যারালিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এর আগেও পদক জিতেছে ভারত। ভাবিনা প্যাটেল দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন। ভাবিনার পর এ বার সাফল্য এনে দিলেন নিশাদ।

Tokyo Paralympics 2020: নিশাদের রুপোয় ভারতের দ্বিতীয় পদক
সৌজন্যে-টুইটার

Follow Us

টোকিও: প্যারালিম্পিকে (Paralympics) ভারতের দ্বিতীয় পদক। হাই জাম্পে T-46 বিভাগে রুপো পেলেন নিশাদ কুমার। ২.০৬ মিটার লাফিয়ে রুপো নিশাদ কুমারের (Nishad Kumar)। প্যারালিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এর আগেও পদক জিতেছে ভারত। ভাবিনা প্যাটেল দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন। ভাবিনার পর এ বার সাফল্য এনে দিলেন নিশাদ।

২.০৬ মিটার লাফিয়ে অলিম্পিকে রুপো পাওয়ার পাশাপাশি এশিয়ান রেকর্ডও গড়লেন নিশাদ কুমার। এই ইভেন্টে সোনা জেতেন আমেরিকার রডরিক টাউনসেন্ড। ব্রোঞ্জ পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক অ্যাথলিট ডালাস ওয়াইস। ২.১৫ মিটার লাফিয়ে সোনা জেতেন টাউনসেন্ড। ডালাস লাফান ২.০২ মিটার। একই ইভেন্টে ভারতের অপর এক অ্যাথলিট রামপাল চাহার ১.৯৪ মিটার লাফিয়ে ৫ নম্বরে শেষ করেন।

নিশাদের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লেখেন, ‘টোকিও থেকে আরও এক সুখবর। হাই জাম্পে রুপো পেলেন নিশাদ কুমার। অসাধারণ কৃতিত্বকে কুর্ণিশ। অনেক শুভেচ্ছা নিশাদকে।’

সকালেই প্যারালিম্পিকে টেবিল টেনিসের ফাইনালে নেমেছিলেন ভাবিনা প্যাটেল। গতকালই তিনি রুপো নিশ্চিত করে ফেলেছিলেন। আজ ফাইনালে হারলেও ভাবিনার সাফল্য ভারতের টেবিল টেনিসকে অনেক উঁচুতে পৌঁছে দিল।

আরও পড়ুন: TOKYO PARALYMPICS 2020: রুপোতে থামলেও ভাবিনার সাফল্যে টেবিল টেনিসে সূর্যোদয়

Next Article