নয়াদিল্লি: যে জ্যাভলিন সোনা দিয়েছিল, যে ব়্যাকেট এনেছে ব্রোঞ্জ, যে বক্সিং গ্লাভস খুঁজে দিয়েছিল পদক, তাই-ই এখন জায়গা পেয়েছে প্রধানমন্ত্রীর স্মারক রুমে। নীরজ চোপড়া, পিভি সিন্ধু, লভলিনা বোরগোহিনদের সেই উপহারই নিলামে তুলতে চলেছেন নরেন্দ্র মোদী। তা থেকে যা অর্থ আসবে, জনহীতে লাগাতে চান প্রধানমন্ত্রী (PM Modi)।
দিন কয়েক আগেই রাজধানীতে নিজের বাসভবনে টোকিও অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের ব্রেকফাস্টে ডেকেছিলেন। সেখানে নীরজের জন্য চুরমা, সিন্ধুর জন্য আইসক্রিম রেখেছিলেন প্রধানমন্ত্রী। জমজমাট ওই অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীকে নিজেদের সাফল্যের শরীক করে নিয়েছিলেন নীরজ (Neeraj Chopra), সিন্ধু (PV Sindhu), লভলিনারা (Lovlina Borgohain )। যে জ্যাভলিন, ব়্যাকেট, গ্লাভস পদক দিয়েছিল তাঁদের, মোদীর হাতে তুলে দিয়েছিলেন। কারণ অলিম্পিক যাওয়ার আগে তিনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন তাঁদের। কিন্তু সেই উপহার নিজের কাছে গচ্ছিত রাখতে চাইছেন না মোদী। তাই নিলামে তোলার পরামর্শ দিয়েছেন।
নীরজের কাছ থেকে জ্যাভলিন হাতে নিয়ে মোদী হেসে বলেছিলেন, ‘তুমি একটা সই করে দাও। আর আমি যদি এটা নিলামে তুলি, তোমার কোনও সমস্যা নেই তো।’ লভলিনার গ্লাভস পেয়ে আবার বলেছিলেন, ‘এটা যদি আমি পরি, তাহলে রাজনীতির লোকেরা বলবে, কিছু একটা কাণ্ড ঘটাবই!’
কবে এই নিলাম হবে, তা অবশ্য জানা যায়নি। তবে এ নিয়ে কোনও সন্দেহ নেই নীরজ-সিন্ধুদের জ্যাভলিন বা ব়্যাকেট নিলামে তোলার অর্থই হল, তরুণ প্রজন্মকে আরও একবার অনুপ্রাণিত করা। খেলা দিয়ে যে পুরো দেশের ছবি পাল্টে ফেলা যেতে পারে, তরুণ প্রজন্মকে খেলামুখী করার চেষ্টা সেই কারণেই।