Olympics 2020 Highlights, Day 3: শরথকমল ছাড়া সোমবার ভারতের প্রাপ্তি একরাশ হতাশা

| Edited By: | Updated on: Jul 26, 2021 | 9:08 PM

Tokyo Olympics Live Updates: তৃতীয় রাউন্ডে উঠেছেন ভারতীয় টেবল টেনিস তারকা শরথকমল। ইতিহাস গড়েও টোকিওয় বেশি দূর এগোতে পারলেন না ভারতীয় ফেন্সার ভবানী দেবী। হতাশ করে দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায়। আর্চারিতে ছেলেদের টিম ইভেন্টে কোয়ার্টার ফাইনালে হার অতনু দাসদের।

Olympics 2020 Highlights, Day 3: শরথকমল ছাড়া সোমবার ভারতের প্রাপ্তি একরাশ হতাশা
আর্চারির কোয়ার্টার ফাইনালে অতনুরা, তৃতীয় রাউন্ডে পৌঁছলেন শরথকমল, টোকিও যাত্রা শেষ ভবানী দেবী-সুতীর্থার

আজ টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) তৃতীয় দিন। পদকের আশায় ছিল দেশবাসী। ভারতকে টোকিও অলিম্পিক থেকে এখনও পর্যন্ত একমাত্র পদকটি এনে দিয়েছেন মীরাবাই চানু (ভারোত্তলন-৪৯ কেজি, রুপো)। আজ, সোমবারের ম্যাচে নজর ছিল ভারতীয় অ্যাথলিটদের (Indian athletes) বেশ কয়েকটি ইভেন্টে। আর্চারিতে নেমেছিলেন অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাইরা। ফেন্সিংয়ে ভবানী দেবী। বিশেষ নজর ছিল টেবল টেনিসে বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায়ের দিকে। কিন্তু সোমবার একরাশ হতাশা মিলল। প্রাপ্তি এক, টেবল টেনিসে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন শরথকমল।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 26 Jul 2021 07:27 PM (IST)

    হকি – ২-০ ব্যবধানে হার ভারতের

    টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দলের দ্বিতীয় ম্যাচে জার্মানির কাছে ২-০ ব্যবধানে হেরে গেলেন রানি রামপালরা

  • 26 Jul 2021 06:58 PM (IST)

    টোকিও পাড়ি নীরজ চোপড়ার

    টোকিওর উদ্দেশ্য়ে রওনা দিয়েছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া

  • 26 Jul 2021 06:50 PM (IST)

    সাঁতার - ২০০ মিটার বাটারফ্লাইয়ের সেমিফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ সজন প্রকাশ

    সাঁতারে ছেলেদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে পারলেন না সজন প্রকাশ। সকল হিটের পর তিনি শেষ করেছেন ২৪ নম্বরে। শেষ হিট রেসে তিনি সময় নিয়েছেন ১:৫৭.২২ মিনিট।

  • 26 Jul 2021 06:44 PM (IST)

    হকি- জার্মানির দ্বিতীয় গোল

    ম্যাচের ৩৫ মিনিটে অ্যান স্ক্রোডার জার্মানির হয়ে ব্যবধান বাড়ান। ২-০ ব্যবধানে পিছিয়ে ভারত

  • 26 Jul 2021 06:33 PM (IST)

    সেলিং -লেজার হিটের রেস থ্রি-তে ২৪ নম্বরে বিষ্ণু

    বিষ্ণু সর্বানন সেলিংয়ে ছেলেদের লেজার হিটের রেস থ্রি-তে শেষ করেছেন ২৪ নম্বরে।

  • 26 Jul 2021 06:30 PM (IST)

    সেলিং - মেয়েদের লেজার র‍্যাডিক্যালে নেত্রা ৪০ নম্বরে

    সেলিংয়ে মেয়েদের লেজার র‍্যাডিক্যাল হিটের রেস ফোর-এ নেত্রা কুমানান ৪০ নম্বরে শেষ করেন। এর আগে রেস থ্রি-তে নেত্রা শেষ করেন ১৫ নম্বরে থেকে।

    এর আগে নেত্রা রেস ওয়ান ৩৩ নম্বরে শেষ করেছিলেন। রেস টু তিনি শেষ করেছিলেন ১৬ নম্বরে।

  • 26 Jul 2021 06:15 PM (IST)

    সাঁতার - হিটে চতুর্থ সজন প্রকাশ

    সাঁতারে ছেলেদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের দ্বিতীয় হিটে চতুর্থ হলেন সজন প্রকাশ। হিটে মোট ৮ জন অংশ নিয়েছিলেন। ৫ টি হিটের পর সেরা ১৬ জন সাঁতারু সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবেন।

  • 26 Jul 2021 06:11 PM (IST)

    চানুকে সংবর্ধনা প্রদান

    আজ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সংবর্ধনা জানাবেন টোকিও অলিম্পিকে রুপো অর্জনকারী ভারোত্তলক মীরাবাই চানুকে।

  • 26 Jul 2021 06:07 PM (IST)

    দেশে ফিরলেন রুপোর মেয়ে চানু

    টোকিও অলিম্পিক থেকে ভারতকে এখনও পর্যন্ত একমাত্র পদক (রুপো) এনে দেওয়া মীরাবাই চানু দেশে ফিরলেন।

  • 26 Jul 2021 06:04 PM (IST)

    হকি - জার্মানির প্রথম গোল

    ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে জার্মানির নাইকি লোরেঞ্জের প্রথম গোল। ১-০ ব্যবধানে পিছিয়ে গেল ভারত

  • 26 Jul 2021 06:03 PM (IST)

    হকি - জার্মানি বনাম ভারত

    ভারতীয় মেয়েদের হকি দল দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখে নেমেছে।

  • 26 Jul 2021 05:49 PM (IST)

    টেনিস - মেদভেদেভের বিরুদ্ধে নাগালের কয়েকটি সেরা শট

    বিশ্বের ২ নম্বর টেনিস তারকা দানিল মেদভেদেভের বিরুদ্ধে টোকিও অলিম্পিকে ভারতীয় টেনিস তারকা সুমিত নাগালের কয়েকটি সেরা শট দেখুন...

  • 26 Jul 2021 03:31 PM (IST)

    বক্সিংয়ে হার ভারতের

    পুরুষদের মিডল ওয়েট বক্সিংয়ে চিনের তৌহেতার কাছে ৫-০ ফলে হার ভারতীয় বক্সার আশিস কুমারের।

  • 26 Jul 2021 01:38 PM (IST)

    হেরে গেলেন মনিকা

    টেবল টেনিসে মহিলাদের সিঙ্গলসে অস্ট্রিয়ার পলকানোভার কাছে ৪-০ ফলে হার মনিকা বাত্রার

  • 26 Jul 2021 01:34 PM (IST)

    ব্যাডমিন্টনের ডাবলসে হার

    বিশ্বের এক নম্বর জুটির কাছে হেরে গেলেন ভারতের সাত্বিক-চিরাগ জুটি। ইন্দোনেশিয়ার জুটির বিরুদ্ধে দুই ভারতীয় কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। ২-০ হার। শেষ আটে পৌঁছতে হলে গ্রুপের শেষ ম্যাচ জিততেই হবে সাত্বিক-চিরাগ জুটিকে।

  • 26 Jul 2021 01:33 PM (IST)

    ৪৬ বছরে অলিম্পিক থেকে অবসর

    ১৯৯২ সালে শুরু করেছিলেন। যাত্রা শেষ হল টোকিও অলিম্পিকে এসে। ৮টা অলিম্পিক খেলার অবিস্মরণীয় কৃতিত্ব তাঁর। প্রায় ৩০ বছর সার্কিটে থাকার পর অবসর নিলেন ওকসানা চুসোভিতিনা। উজবেকিস্তানের ৪৬ বছরের জিমন্যাস্টকে সোশ্যাল মিডিয়ায় বিদায় জানিয়েছে বিশ্ব ক্রীড়ামহল।

  • 26 Jul 2021 01:32 PM (IST)

    ১৩ বছরে সোনা!

    মাত্র ১৩ বছরেই আশ্চর্য সাফল্য জাপানের মোমিজি নিশিয়ার। স্কেটবোর্ডে সোনা জিতল ওই কিশোরী। শুধু তাই নয়, রুপো যে জিতেছে তারও বয়স ১৩। ব্রাজিলের রায়াসা লিল আর জাপানের মোমিজিকে নিয়ে রীতিমতো অবাক বিশ্ব ক্রীড়ামহল। সব দর্শনই যেন পাল্টে দিচ্ছে এই দুই স্কেটবোর্ডার।

  • 26 Jul 2021 01:32 PM (IST)

    বিদায় নাগাল

    অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভারতের সুমিত নাগাল। রাশিয়ার দানিল মেদভেদেভের বিরুদ্ধে ২-৬, ১-৬ হার। ১ ঘণ্টার ম্যাচে কার্যত দাঁড়াতেই পারেননি সুমিত। বিশ্বের দু নম্বর টেনিস তারকা মেদভেদেভ দুটো সেটেই আগ্রাসী টেনিস খেলেছেন।

  • 26 Jul 2021 10:35 AM (IST)

    বিদায় অতনুদের

    দারুণ আশা জাগিয়েও কোয়ার্টার ফাইনালে ছিটকে গেল ভারতের আর্চারি টিম। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-২ হার। অতনু দাস, তরুণদীপ রাই, প্রবীণ যাদবরা কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। এ বার ব্যক্তিগত ইভেন্টের দিকে তাকিয়ে থাকতে হবে।

  • 26 Jul 2021 09:24 AM (IST)

    ব্যাডমিন্টন- ছেলেদের ডাবলসের গ্রুপ পর্যায়ের খেলা শুরু

    ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেঠী জুটি ইন্দোনেশিয়ান প্রতিপক্ষ মার্কাস গিদিওন এবং কেভিন সুকামুলজোর বিরুদ্ধে নামলেন।

  • 26 Jul 2021 09:03 AM (IST)

    টেবল টেনিস - দ্বিতীয় রাউন্ডে হার সুতীর্থার

    ৪-০ ব্যবধানে ভারতীয় প্যাডলার সুতীর্থা মুখোপাধ্যায়কে হারিয়ে দিলেন পর্তুগিজ প্যাডলার ফু ইউ। শুরু থেকেই ফু ইউ চাপে রেখেছিলেন সুতীর্থাকে। ৪ গেমের লড়াইয়ে কার্যত দাঁড়াতেই পারেননি বাংলার মেয়ে সুতীর্থা। ম্যাচের ফলাফল ১১-৩, ১১-৩, ১১-৫, ১১-৫।

  • 26 Jul 2021 08:56 AM (IST)

    টেবল টেনিস- সুতীর্থা হারলেন তৃতীয় গেমেও

    শুরু থেকেই চাপ সুতীর্থার ওপর চাপ ধরে রেখেছেন পর্তুগিজ প্যাডলার ফু ইউ। তৃতীয় গেমে ১১-৫ ব্যবধানে হারলেন সুতীর্থা। ৩-০ ব্যবধানে এগিয়ে ফু ইউ।

  • 26 Jul 2021 08:49 AM (IST)

    টেবল টেনিস - দ্বিতীয় গেমেও হারলেন সুতীর্থা

    ক্রমাগত চাপ তৈরি করছেন পর্তুগিজ প্যাডলার ফু ইউ। দ্বিতীয় গেমেও ১১-৩ ব্যবধানে সুতীর্থাকে হারালেন ফু ইউ।

  • 26 Jul 2021 08:45 AM (IST)

    টেবল টেনিস - প্রথম গেমে হার সুতীর্থার

    পর্তুগাল প্রতিপক্ষ ফু ইউ ম্যাচের শুরুতেই চাপে ফেলে দিয়েছেন সুতীর্থাকে। প্রথম গেমে ১১-৩ ব্যবধানে হেরে গেলেন ভারতীয় প্য়াডলার সুতীর্থা মুখোপাধ্যায়।

  • 26 Jul 2021 08:41 AM (IST)

    শুটিং- ছেলেদের স্কিট

    ছেলেদের স্কিট কোয়ালিফিকেশনের দ্বিতীয় দিনে চতুর্থ রাউন্ডের শেষে, অঙ্গদ বাজওয়া ও মাইরাজ আহমেদ খান রয়েছেন যথাক্রমে ১৯ নম্বর ও ২৫ নম্বরে। চার রাউন্ডে ৯৬ পয়েন্ট সংগ্রহ করেছেন অঙ্গদ। মাইরাজ ৯৪ পয়েন্ট অর্জন করেছেন।

  • 26 Jul 2021 08:35 AM (IST)

    রুপোর মেয়ে ফিরছেন দেশে

    টোকিও অলিম্পিক রপো অর্জনকারী ভারতীয় ভারোত্তলক মীরাবাই চানু দেশে ফিরছেন। টোকিও গেমসে ভারতকে প্রথম পদক এনে দেশকে গর্বিত করেছেন ২৬ বছর বয়সী চানু।

  • 26 Jul 2021 08:30 AM (IST)

    টেবল টেনিস - দ্বিতীয় রাউন্ডে নামলেন সুতীর্থা

    টেবল টেনিসে মেয়েদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে নামলেন বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায়। প্রতিপক্ষ পর্তুগাল প্যাডলার ফু ইউ।

  • 26 Jul 2021 08:13 AM (IST)

    ফেন্সিং - হেরে গেলেন ভারতীয় ফেন্সার ভবানী দেবী

    টোকিও অলিম্পিকে ইতিহাস গড়েও বেশি দূর যাওয়া হল না ভারতীয় ফেন্সার ভবানী দেবীর। প্রথম ম্যাচে নাদিয়া বেন আজিজিকে হারালেও, দ্বিতীয় ম্যাচে ফরাসি তারকা মানন ব্রুনেটের কাছে ৭-১৫ ব্যবধানে হেরে গেলেন ভারতীয় ফেন্সার। টোকিও অলিম্পিকে ভবানী দেবীর যাত্রা শেষ হলেও, ইতিমধ্যেই অলিম্পিকে তিনি ভারতের হয়ে ইতিহাস গড়েছেন। ভবানী দেবীই প্রথম ভারতীয় ফেন্সার, যিনি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেন এবং প্রথম ম্যাচেও জেতেন।

  • 26 Jul 2021 07:43 AM (IST)

    ফেন্সিং- ভবানী দেবীর দ্বিতীয় ম্যাচ

    রাউন্ড অব ৩২-র লড়াইয়ে কঠিন প্রতিপক্ষ মানন ব্রুনেটের বিরুদ্ধে নামলেন ভবানী দেবী

  • 26 Jul 2021 07:15 AM (IST)

    টেবল টেনিস - তৃতীয় রাউন্ডে শরথকমল

    পর্তুগিজ প্রতিপক্ষ তিয়াগো আপোলোনিয়াকে ৬ গেমের লড়াইয়ে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠলেন শরথকমল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪-২ ব্যবধানে তিয়াগো আপোলোনিয়াকে হারালেন শরথকমল। ম্যাচের ফলাফল ২-১১, ১১-৮, ১১-৫, ৯-১১, ১১-৬ ও ১১-৯।

  • 26 Jul 2021 07:12 AM (IST)

    টেবল টেনিস - পঞ্চম গেমে জয় শরথকমলের

    পঞ্চম গেমে জিতলেন শরথকমল। ১১-৬ ব্যবধানে পর্তুগিজ প্রতিপক্ষ তিয়াগো আপোলোনিয়াকে হারালেন ভারতীয় প্যাডলার শরথকমল। হাড্ডাহাড্ডি লড়াই চলছে টেবল টেনিসে। ৩-২ গেমে লিড নিলেন শরথকমল

  • 26 Jul 2021 07:04 AM (IST)

    টেবল টেনিস - চতুর্থ গেমে হারলেন শরথকমল

    চতুর্থ গেমে ৯-১১ ব্যবধানে তিয়াগো আপোলোনিয়ার কাছে হেরে গেলেন ভারতীয় প্যাডলার শরথকমল। ম্যাচে সমতা ফেরালেন (২-২) তিয়াগো আপোলোনিয়া।

  • 26 Jul 2021 06:52 AM (IST)

    টেবল টেনিস - তৃতীয় গেমে জিতলেন ভারতীয় প্যাডলার শরথকমল

    প্রথম গেমে হার দিয়ে শুরু করেও দাপটের সঙ্গে পর পর দুটি গেম জিতে নিলেন ভারতীয় প্যাডলার শরথকমল। তৃতীয় গেমে পর্তুগিজ প্রতিপক্ষকে শরথ হারালেন ৯-২ ব্যবধানে

  • 26 Jul 2021 06:50 AM (IST)

    টেবল টেনিস - দ্বিতীয় গেমে জয় শরথকমলের

    দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ালেন শরথকমল। তিয়াগো আপোলোনিয়াকে ১১-৮ ব্যবধানে হারালেন ভারতীয় প্যাডলার

  • 26 Jul 2021 06:46 AM (IST)

    টেবল টেনিস - প্রথম গেমে হার শরথকমলের

    শুরুটা ভালো হল না ভারতীয় প্যাডলার শরথকমলের। ২-১১ ব্যবধানে পর্তুগিজ প্রতিপক্ষ তিয়াগো আপোলোনিয়ার কাছে হারলেন শরথকমল

  • 26 Jul 2021 06:38 AM (IST)

    টেবল টেনিস- দ্বিতীয় রাউন্ডে নামলেন শরথকমল

    টেবল টেনিসে ছেলেদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে নামলেন শরথকমল। প্রতিপক্ষ পর্তুগিজ প্যাডলার তিয়াগো আপোলোনিয়া। প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন ভারতীয় প্যাডলার শরথকমল

  • 26 Jul 2021 06:27 AM (IST)

    আর্চারি - কোয়ার্টার ফাইনালে ভারতীয় ছেলেদের তিরন্দাজি দল

    কাজাখাস্তানের প্রতিপক্ষকে ৬-২ ব্যবধানে হারিয়ে, আর্চারির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাইরা। কোয়ার্টার ফাইনালে অতনুদের প্রতিপক্ষ সাউথ কোরিয়া

  • 26 Jul 2021 06:25 AM (IST)

    আর্চারি - চতুর্থ সেট জিতল প্রবীণরা

    চতুর্থ সেটে কাজাখাস্তানের প্রতিপক্ষদের ৫৫-৫৪ ব্যবধানে হারাল ভারতীয় তিরন্দাজরা।

  • 26 Jul 2021 06:23 AM (IST)

    শুটিং- ৬.৩০ মিনিটে ছেলেদের স্কিট

    আর কিছুক্ষণের মধ্যে ছেলেদের স্কিটে নামতে চলেছেন অঙ্গদ বাজওয়া ও মাইরাজ আহমেদ খান।

  • 26 Jul 2021 06:20 AM (IST)

    আর্চারি - তৃতীয় সেটে হারলেন অতনুরা

    কাজাখাস্তানের তিরন্দাজরা তৃতীয় সেটে ভারতকে ৫৬-৫৭ ব্যবধানে হারাল।

  • 26 Jul 2021 06:17 AM (IST)

    আর্চারি - দ্বিতীয় সেটে জয় ভারতের

    ছেলেদের টিম ইভেন্টের প্রথম ম্যাচে দ্বিতীয় সেট ৫২-৫১ ব্যবধানে জিতল অতনু দাসরা

  • 26 Jul 2021 06:12 AM (IST)

    আর্চারি - প্রথম সেট জিতল অতনুরা

    ছেলেদের টিম ইভেন্টের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ কাজাখাস্তানের ইলফত আব্দুল্লিন, ডেনিস গানকিন ও স্যানঝার মুসায়েভ। প্রথম সেট ৫৫-৫৪ ব্যবধানে জিতে নিলেন ভারতীয় তিরন্দাজরা

  • 26 Jul 2021 06:09 AM (IST)

    আর্চারি- নজরে অতনু দাসরা

    আর্চারিতে ছেলেদের টিম ইভেন্টে নামলেন ভারতীয় তিরন্দাজ অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাইরা।

  • 26 Jul 2021 06:07 AM (IST)

    ফেন্সিং- ৭.৪০ মিনিটে ভবানী দেবী নামবেন দ্বিতীয় রাউন্ডে

    নাদিয়া বেন আজিজিকে হারিয়ে পরের রাউন্ডে (রাউন্ড অব ৩২) ভারতীয় ফেন্সার মুখোমুখি হবেন ফরাসি প্রতিপক্ষ ব্রুনেট।

  • 26 Jul 2021 06:02 AM (IST)

    ফেন্সিং- ভবানী দেবীর অলিম্পিক যাত্রা শুরু

    প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেন ভারতীয় ফেন্সার ভবানী দেবী। মেয়েদের সাব্রী ইভেন্টে ১৫-৩ ব্যবধানে তিনি হারালেন বেন আজিজিকে।

Published On - Jul 26,2021 5:57 AM

Follow Us: