Olympics 2020 Highlights, DAY10: হকির সেমিফাইনালে মহিলা হকি দল, পদক অধরা কমলপ্রীতের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 02, 2021 | 10:33 PM

Tokyo Olympics Live Updates: পুরুষ হকি দলের রবিবারের সাফল্যের পর এদিন কোয়ার্টারে নামছেন মেয়েরাও। 

Olympics 2020 Highlights, DAY10: হকির সেমিফাইনালে মহিলা হকি দল, পদক অধরা কমলপ্রীতের
নজরে কমলপ্রীত ও হকি দল

Follow Us

সপ্তাহের শুরুতেও নজরে থাকবেন একঝাঁক ভারতীয়র দিকে ।যাঁদের মধ্যে কেউ আবার আজ জিততে পারেন পদক। ফাইনালে নামবেন কমলপ্রীত। লড়াইয়ে নামবেন দ্যুতি চাঁদ। এদিন ফাইনাল রাউন্ডে যোগ্যতা অর্জন করলে পদকের লড়াইয়ে পৌঁছবেন দ্যুতি। পুরুষ হকি দলের রবিবারের সাফল্যের পর এদিন কোয়ার্টারে নামছেন মেয়েরাও।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 Aug 2021 07:21 PM (IST)

    ইকুয়েস্ট্রিয়ানে হতাশ করলেন ফাওয়াদ

    ফাইনালে ২৩ নম্বরে শেষ করলেন ফাওয়াদ

  • 02 Aug 2021 06:35 PM (IST)

    ডিসকাস থ্রো- ফাইনালে ৬ নম্বরে শেষ করলেন কমলপ্রীত

    ডিসকাস থ্রোয়ের ফাইনালে উঠেও ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেশকে পদক এনে দিতে পারলেন না কমলপ্রীত কৌর।


  • 02 Aug 2021 06:10 PM (IST)

    নজর কাড়লেন তৃতীয় থ্রোয়ে

    তৃতীয় থ্রোয়ে ৩.৭০ স্কোর করে ফের ছয় নম্বরে কমলপ্রীত

  • 02 Aug 2021 06:09 PM (IST)

    বৃষ্টি বন্ধ, খেলা শুরু

    বৃষ্টি বন্ধের পর মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনাল শুরু

  • 02 Aug 2021 05:18 PM (IST)

    ফাইনালে ফাওয়াদ মির্জা

    ইকুয়েস্ট্রিয়নের ইভেন্টিং ব্যক্তিগত জাম্পিং ফাইনালে যোগ্যতা অর্জন করলেন ভারতের ফাওয়াদ মির্জা

  • 02 Aug 2021 05:16 PM (IST)

    বৃষ্টি বিভ্রাট টোকিওয় ডিসকাস থ্রো-তে

    বৃষ্টির কারণে মেয়েদের ডিসকাস থ্রো ইভেন্টের ফাইনাল আপাতত স্থগিত করা হয়েছে।

  • 02 Aug 2021 05:15 PM (IST)

    দ্বিতীয় থ্রো ফাউল

    কমলপ্রীতের দ্বিতীয় থ্রো ফাউল। মোট ৬টি টি থ্রো করতে পারবেন কমলপ্রীত। তার মধ্যে দুটি থ্রো হয়েছএ। বৃষ্টির জন্য বন্ধ ম্যাচ

  • 02 Aug 2021 05:14 PM (IST)

    বৃষ্টিতে ব্যাহত কমলপ্রীতের ম্যাচ

    মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনাল বন্ধু বৃষ্টির কারনে।

  • 02 Aug 2021 04:45 PM (IST)

    প্রথম থ্রোয়ের শেষে ৬নম্বরে কমলপ্রীত

    প্রথম থ্রোয়ের শেষে ভারতের ডিসকাস থ্রোয়ার কমলপ্রীত কৌর রয়েছেন ৬ নম্বরে (৬১.৬২ মিটার)।

  • 02 Aug 2021 04:37 PM (IST)

    ডিসকাস থ্রো- ফাইনালে নেমেছেন কমলপ্রীত

    মেয়েদের ডিসকাস থ্রো-এর ফাইনালে নেমেছেন কমলপ্রীত কৌর।

  • 02 Aug 2021 11:42 AM (IST)

    ইতিহাসের পর সেলফি

    টিম বাসে সেলফি তুললেন হেড কোচ

  • 02 Aug 2021 11:37 AM (IST)

    হকির সেই ঐতিহাসিক মুহূর্ত

     

  • 02 Aug 2021 11:37 AM (IST)

    শ্যুটিংয়ে ব্যর্থতা অব্যাহত

    ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ফাইনাল রাউন্ডে যেতে ব্যর্থ ভারত। ২১ নম্বরে ঈশ্বরি প্রতাপ সিং তোমর ২১ নম্বরে ও সঞ্জীব রাজপুত ৩২ নম্বরে শেষ করেন

  • 02 Aug 2021 10:28 AM (IST)

    শুভেচ্ছা মনোজের

    রানিদের শুভেচ্ছা বাংলার ক্রিকেটার ও মন্ত্রী মনোজ তিওয়ারির

     

  • 02 Aug 2021 10:26 AM (IST)

    শুভেচ্ছা বলিউডের

    রানিদের শুভেচ্ছা প্রীতি জিন্টার

     

  • 02 Aug 2021 10:25 AM (IST)

    রানীদের জন্য শুভেচ্ছার ঢল

    শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন হকি তারকা যোগরাজ সিং

     

  • 02 Aug 2021 10:07 AM (IST)

    রানি রামপালদের ইতিহাস

    অলিম্পিকে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে মহিলাদের হকির সেমিফাইনালে ভারত।

     

  • 02 Aug 2021 09:07 AM (IST)

    এগিয়ে ভারত

    মহিলাদের হকির কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল গুরজিত কৌরের

  • 02 Aug 2021 09:04 AM (IST)

    ছিটকে গেলেন দ্যুতি

    ২০০ মিটার দৌড়ের যোগ্যতা অর্জন পর্ব থেকেই ছিটকে গেলেন দ্যুতি চাঁদ। হিটে ৭ নম্বর স্থান পান দ্যুতি