হতাশ করল ভারতীয় হকি। বেলজিয়ামের কাছে ৫-২ গোলে হার ভারতের। এখন ব্রোঞ্জ জয়ের সুযোগ। অন্যদিকে নজর থাকবে কুস্তির দিকে। কারন কাল অলিম্পিকে অভিযান শুরু করছে আজ অভিযান। প্রিকোয়ার্টার ফাইনালে হার সোনম মালিকের। তবে রেপেচেজে সুযোগ থাকছে।
পুরুষদের শটপাটে ফাইনাল রাউন্ডে যোগ্যতা অর্জনে ব্যর্থ তেজিন্দর পাল সিং। ৩টির মধ্যে ২টি থ্রোই ফাউল
পুরুষদের শটপাটে দ্বিতীয় থ্রো ফাউল তেজিন্দরপাল সিংয়ের
পুরুষদের শটপাট কোয়ালিফাইং রাউন্ডে প্রথম থ্রোয়ের পর চার নম্বরে তেজিন্দর পাল
মহিলাদের ফ্রিস্টাইল ৬২ কেজি বিভাগের কুস্তিতে হার ভারতের সোনম মালিকের। প্রিকোয়ার্টার ফাইনালো মঙ্গোলিয়ার প্রতিপক্ষের কাছে হার। ম্যাচের স্কোর ২-২ হলেও, VPO নিয়মে হার সোনমের। তাকিয়ে থাকতে হবে রেপেচেজে
২-৫ গোলে হেরে ৪১ বছর পর অলিম্পিক ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ ভারতের
৫-২ গোলে এগিয়ে গেল বেলজিয়াম
৪-২ গোলে এগিয়ে গেল বেলজিয়াম। হ্যাটট্রিক হেনড্রিক্সের
৩-২ গোলে এগিয়ে গেল বেলজিয়াম
তৃতীয় কোয়ার্টারেও ফল ২-২
এই নিয়ে পাঁচবার পেনাল্টি কর্নার পেল ভারত। এগিয়ে যাওয়ার সুযোগ ব্যর্থ
বাকি আর দুই কোয়ার্টার।এই কোয়ার্টারেই কি ফের এগিয়ে যাবে ভারত?
পুরুষদরে হকিতে দ্বিতীয় কোয়ার্টার শেষ। স্কোর ২-২। প্রথম কোয়ার্টারে ২-১ গোলে এগিয়ে ছিল ভারত।
মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে ফাইনালে যোগ্যতা অর্জনে ব্যর্থ অন্নু রানি। ১৪ নম্বরে শেষ করলেন অন্নু
সমতায় ফিরল বেলজিয়াম। প্রথম কোয়ার্টারে ২-১ গোলে এগিয়ে ছিল ভারত। ভারতের হয়ে ২টি গোল মনপ্রীত সিং ও হরমনপ্রীত সিংয়ের