TOKYO OLYMPICS 2020 : এগিয়ে থেকেও ৫ গোল হজম ! স্বপ্নভঙ্গ হকির

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 03, 2021 | 9:00 AM

তবে চতুর্থ গোলের পর আর ম্যাচে খুঁজে পাওয়া যায়নি ভারতকে। হ্যাটট্রিক হেনড্রিক্সের।

TOKYO OLYMPICS 2020 : এগিয়ে থেকেও ৫ গোল হজম ! স্বপ্নভঙ্গ হকির

Follow Us

টোকিওঃ যাঁদের বয়স এখন চল্লিশ পেরিয়েছে, তারাও দেখেননি। নতুন প্রজন্ম তো নইই। অলিম্পিক হকিতে ফাইনালে উঠছে ভারত-এই দৃশ্য এবারও দেখতে পেলনা একটা বড় প্রজন্ম। বেলজিয়ামের বিরুদ্ধে ২ গোলে এগিয়েও ৫ গোল হজম করে হার হল মনপ্রীতদের। ৫-২ গোলে হেরে ৪১ বছর পর ফাইনালে ওঠার সব স্বপ্ন শেষ ভারতের।

এদিন প্রথম কোয়ার্টারে দেখা মিলেছিল দুর্ধর্ষ ভারতের। প্রথমে হরমনপ্রীত সিংয়ের গোল। মাত্র ২ মিনিটের ব্যবধানে মনপ্রীতের গোল। ২-০ গোলে এগিয়ে থেকে গোটা ভারতকে ইতিহাসের স্বপ্নে দেখাচ্ছিল ভারতীয় পুরুষ হকি দল। হেনড্রিক্সের গোলে প্রথম কোয়ার্টারে ব্যবধান কমায় বেলজিয়াম।

দ্বিতীয় কোয়ার্টারে কামব্যাক বেলজিয়ামের। ডোমেনের গোলে সমতায় ফিরল বেলজিয়াম। টিনটিনের দেশ সমতায় ফিরতেই ফের তেড়েফুঁড়ে ম্যাচে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামে ভারত। তবে গোলের সুযোগ ব্যর্থ হয় ভারত। তৃতীয় কোয়ার্টারে লড়াই ছল সমানে সমানে। দুই প্রতিপক্ষই এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয় যাবতীয় প্রচেষ্টা।

চতুর্থ কোয়ার্টারে সব শেষ। চেনা ছন্দে থাকা ভারতকে খুঁজেই পাওয়া গেলনা চতুর্থ কোয়ার্টারে। হেনড্রিক্সের দ্বিতীয় গোলে এগিয়ে যায় বেলজিয়াম। তারপরেও লড়াইয়ে ফেরার মরিয়া চেষ্টা করেছিল টিম ইন্ডিয়া। তবে চতুর্থ গোলের পর আর ম্যাচে খুঁজে পাওয়া যায়নি ভারতকে। হ্যাটট্রিক হেনড্রিক্সের। ম্যাচের একেবারে শেষমুহুর্তে বেলজিয়ামের হয়ে পঞ্চম গোল লুইপাার্তের। ৫-২ গোলে স্বপ্ন শেষ ভারতের। তবে পদকের সম্ভাবণা এখনও রয়েছে। ব্রোঞ্জ জিতে পদকের খরা কাটাতে পারবেন রুপিন্দররা, এখন নজর সেদিকেই।

অলিম্পিকের আরও খবর দেখতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০

Next Article