TOKYO OLYMPICS 2020 : প্রধানমন্ত্রীর ফোন মনপ্রীতকে, হারলেও লড়াইকে কুর্নিশ

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 03, 2021 | 12:05 PM

দলকে মনোবল হারাতে বারন করে প্রধানমন্ত্রী। অলিম্পিকে যে লড়াই দেখিয়েছেন তাকে কুর্নিশ জানিয়ে পরে ট্যুইটও করেন প্রধানমন্ত্রী।

TOKYO OLYMPICS 2020 : প্রধানমন্ত্রীর ফোন মনপ্রীতকে, হারলেও লড়াইকে কুর্নিশ
প্রধানমন্ত্র্রীর কুর্নিশ

Follow Us

টোকিওঃ সফর এখনও শেষ হয়নি। এবার ব্রোঞ্জ পদকের লক্ষ্যে নামবে ভারতীয় পুরুষ হকি দল। বেলজিয়ামের বিরুদ্ধে এগিয়ে থেকেও হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি মনপ্রীতরা। তার মধ্যেই অধিনায়ক মনপ্রীতকে ফোন প্রধানমন্ত্রীর। ব্যর্থতার গ্লানি নয়। বরং টোকিওতে ভারতের অদম্য লড়াইকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

২-০ এগিয়ে থেকে ৫-২য়ে হার। বেলজিয়ামের বিরুদ্ধে হারের শোক কিছুতেই কাটছেনা ভারতের হকিপ্রেমীদের। ইতিহাসের দোরগোড়ায় থেকেও হারের জের কাটার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন ভারত অধিনায়ক মনপ্রীত সিংকে। দলকে মনোবল হারাতে বারন করে প্রধানমন্ত্রী। অলিম্পিকে যে লড়াই দেখিয়েছেন তাকে কুর্নিশ জানিয়ে পরে ট্যুইটও করেন প্রধানমন্ত্রী।

 

পদকের আশা এখনও শেষ হনি। ৫ তারিখ ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন রুপিন্দর পাল সিংরা। পদক আসুক ভারতে। হকির হাত ধরে। এই স্বপ্ন বহুদিনের।বহুযুগের। আর সেই পদক গলাতেই হরমনপ্রীতদের দেখতে চান হকিপ্রেমীরা।

অলিম্পিকের আগও খবর দেখতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০

Next Article