টোকিওঃ সুশীলন কুমার,যোগোশ্বর দত্ত,সাক্ষী মালিকের পর এবার রবি কুমার দাহিয়া। টানা ৪টি অলিম্পিকে কুস্তিতে পদক এল ভারতের। এদিন ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে কাজাখস্তানেরে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন ভারতের রবি কুমার। আর ফাইনালে পৌঁছানোর সঙ্গে নিশ্চিত হয়ে গেল আরও এক পদক। কাল ফাইনাল লড়াইয়ে নামবেন রবি।
কুস্তিতে ভারত বরাবরই ফেভারিট। এদিন আরও দুই ভারতীয় প্রতিযোগী নেমেছিলেন কুস্তির লড়াইয়ে। তবে বাকি দুজনই এদিন হতাশ করলেন। রেপচজ রাউন্ডে ফের পদক জয়ের সম্ভাবণা অবশ্য রয়েছে। অদম্য ছিলেন একমাত্র রবি কুমার দাহিয়া। ২৩ বছরের সোনিপতে রবি এদিন সেমিফাইনালে প্রথম রাউন্ডে জিতে যান। দ্বিতীয় রাউন্ডের শুরুতেই ৮ পয়েন্ট পেয়ে এগিয়ে যান কাজাখস্তানের নুরিস্লাম সানায়েভ। ২-৯ ফলে পিছিয়ে পড়ে চাপে পড়ে যান রবি। এরপর ৫ পয়েন্ট সংগ্রহ করে ব্যবধান কমিয়ে ৭-৯ পয়েন্টে পিছিয়ে ছিলেন রবি দাহিয়া। শেষপর্যন্ত সানায়েভকে টেকডাউন করে ভিকট্রি বাই ফলে ম্যাচ জিতে নেন রবিকুমার দায়িহা।
সুশীল কুমার, যোগেশ্বর দত্তদের পর যাঁরা ভারতীয় কুস্তিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁদের মধ্যে অন্যতম রবি কুমার। ভারতীয় কুস্তি যে তরুণ প্রজন্মের হাতে সুরক্ষিত, রবির পারফরম্যান্স তা দেখিয়ে দিল। ভাগচাষীর পুত্রের কঠিন লড়াই এদিন ভারতের পদকসংখ্যাকে আরও একটু জোরদার করল। কাল ফাইনাল। রুপো তো নিশ্চিত। সোনা কি আসবে? ভারতীয় কুস্তি দাঁড়িয়ে এক সোনার মাহেন্দ্রক্ষণে।
অলিম্পিকে আরও খবর জানতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০