শূন্য নয়, ভরা গ্যালারিতেই অলিম্পিক চাইছে আয়োজকরা

Feb 27, 2021 | 5:23 PM

হাতে সময় কম হলেও গেমসে ঢেলে সাজানোর যথাসাধ্য চেষ্টা করছেন তিনি।

শূন্য নয়, ভরা গ্যালারিতেই অলিম্পিক চাইছে আয়োজকরা
(সৌজন্যে-টুইটার)

Follow Us

টোকিও: শূন্য নয়, ভরা গ্যালারিই চাইছে টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) আয়োজকরা। গত সপ্তাহেই আয়োজক কমিটির নতুন প্রেসিডেন্ট হয়েছে প্রাক্তন অলিম্পিয়ান সেইকো হাসিমোতো। হাতে সময় কম হলেও গেমসে ঢেলে সাজানোর যথাসাধ্য চেষ্টা করছেন তিনি।

একটি টিভি ইন্টারভিউতে হাসিমোতো বলেছেন, ‘ফ্যানদের ছাড়া অলিম্পিক গেমস আয়োজক করলে সবাই অবাক হবে। কারণ, বিশ্বের অন্যান্য খেলাগুলোতে কিন্তু গ্যালারিতে দর্শকরা থাকছেন। অলিম্পিকেও তা হলে থাকবে না কেন!’

আরও পড়ুন: ড্র করলেই ইতিহাস কৃষ্ণা-উইলিয়ামসদের

টোকিও গেমস হবে কিনা, তা নিয়ে এখনও রয়েছে দোলাচল। আর তাই সবাই চাইছেন, এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্তে আসুক আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ইওসিরো মোরির বদলে দায়িত্ব নেওয়া ৮৩ বছরের হাসিমোতো বলেছেন, ‘সবাই অলিম্পিকের দিকে তাকিয়ে বিমান টিকিট বা হোটেলের রুম বুক করতে চাইছেন। আর তাই দ্রুত এ ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তে নিই, তা চাইছেন।’

আরও পড়ুন: ভাইয়ের অভিষেকে উচ্ছ্বসিত সামি

চলতি মাসেই দর্শকদের নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে পারে আয়োজক কমিটি। মার্চ মাস থেকেই পুরোমাত্রায় অলিম্পিকের প্রস্তুতি সেরে ফেলবে টোকিও। বিদেশি অ্যাথলিটদের জন্যও খুলে যাবে দরজা। অলিম্পিকের টেস্ট ইভেন্ট শুরু হবে। জাপানে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচও হবে। পাশাপাশি উদ্বেগও অনেকটাই কমেছে জাপান জুড়ে। করোনার প্রভাব কমতে শুরু করায়।

হাসিমোতো বলেছেন, ‘করোনার জন্য মানুষের মনে এখনও দুশ্চিন্তা কমেনি। সেখান থেকে বেরিয়ে এসে অলিম্পিককে সর্বসম্মতিক্রমে সমর্থন পেতে কিছুটা সময় লাগবে।’

Next Article